ঢাকা, ২৩ মে ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার মিচেল মার্শের সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস। মার্শ ৬৪ বলে ১১৭ রান করেন।
গতরাতে আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লক্ষ্মৌকে ৫৯ বলে ৯১ রানের সূচনা এনে দেন দুই ওপেনার আইডেন মার্করাম ও মার্শ। ৩টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ৩৬ রান করেন মার্করাম।
দ্বিতীয় উইকেটে নিকোলাস পুরানের সাথে ৫২ বলে ১২১ রানের বিধ্বংসী জুটি গড়েন মার্শ। এই জুটিতেই টি-টোয়েন্টিতে দ্বিতীয় ও আইপিএলে প্রথম সেঞ্চুরির দেখা পান মার্শ। ১৯তম ওভারে আউট হওয়াার আগে ১০টি চার ও ৮টি ছক্কায় ৬৪ বলে ১১৭ রান করেন তিনি।
২০০৮ সালে আইপিএল প্রথম আসরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মিচেল মার্শের বড় ভাই শন মার্শ। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৭টি ছক্কা ও ১১ চারে ৬৯ বলে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন শন। আইপিএলের ইতিহাসে প্রথমবার দুই ভাইয়ের সেঞ্চুরির নজির ঘটল।
মার্শের শতকের সাথে পুরানের ২৭ বলে ৫৬ এবং অধিনায়ক ঋসভ পান্তের ৬ বলে ১৬ রানের সুবাদে ২০ ওভারে ২ উইকেটে ২৩৫ রান করে লক্ষ্মৌ। পুরান ৪টি চার ও ৫টি ছক্কা এবং পান্ত ২টি ছক্কা মারেন। গুজরাটের আরশাদ খান ও সাই কিশোর ১টি করে উইকেট নেন।
জবাবে ৯৬ রানে ৩ উইকেট পতনের পর গুজরাটের জয়ের আশা ধরে রাখেন শেরফানে রাদারফোর্ড ও শাহরুখ খান। চতুর্থ উইকেটে ৪০ বলে ৮৬ রান যোগ করেন তারা। কিন্তু রাদারফোর্ড ২২ বলে ৩৮ ও শাহরুখ ২৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রানে আউট হলে জয়ের আশা শেষ হয়ে যায় গুজরাটের। ২০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করে গুজরাট। লক্ষ্মৌর উইল ও’রুর্ক ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন মার্শ।
১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আগেই প্লে-অফ নিশ্চিত করা গুজরাট। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়া লক্ষ্মৌ।