মার্শের সেঞ্চুরিতে গুজরাটকে হারাল লক্ষ্মৌ

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৬:০২
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার মিচেল মার্শের সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস। মার্শ ৬৪ বলে ১১৭ রান করেন।

গতরাতে আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লক্ষ্মৌকে ৫৯ বলে ৯১ রানের সূচনা এনে দেন দুই ওপেনার আইডেন মার্করাম ও মার্শ। ৩টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ৩৬ রান করেন মার্করাম।

দ্বিতীয় উইকেটে নিকোলাস পুরানের সাথে ৫২ বলে ১২১ রানের বিধ্বংসী জুটি গড়েন মার্শ। এই জুটিতেই টি-টোয়েন্টিতে দ্বিতীয় ও আইপিএলে প্রথম সেঞ্চুরির দেখা পান মার্শ। ১৯তম ওভারে আউট হওয়াার আগে ১০টি চার ও ৮টি ছক্কায় ৬৪ বলে ১১৭ রান করেন তিনি।

২০০৮ সালে আইপিএল প্রথম আসরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মিচেল মার্শের বড় ভাই শন মার্শ। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৭টি ছক্কা ও ১১ চারে ৬৯ বলে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন শন। আইপিএলের ইতিহাসে প্রথমবার দুই ভাইয়ের সেঞ্চুরির নজির ঘটল।

মার্শের শতকের সাথে পুরানের ২৭ বলে ৫৬ এবং অধিনায়ক ঋসভ পান্তের ৬ বলে ১৬ রানের সুবাদে ২০ ওভারে ২ উইকেটে ২৩৫ রান করে লক্ষ্মৌ। পুরান ৪টি চার ও ৫টি ছক্কা এবং পান্ত ২টি ছক্কা মারেন। গুজরাটের আরশাদ খান ও সাই কিশোর ১টি করে উইকেট নেন।

জবাবে ৯৬ রানে ৩ উইকেট পতনের পর গুজরাটের জয়ের আশা ধরে রাখেন শেরফানে রাদারফোর্ড ও শাহরুখ খান। চতুর্থ উইকেটে ৪০ বলে ৮৬ রান যোগ করেন তারা। কিন্তু রাদারফোর্ড ২২ বলে ৩৮ ও শাহরুখ ২৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রানে আউট হলে জয়ের আশা শেষ হয়ে যায় গুজরাটের। ২০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করে গুজরাট। লক্ষ্মৌর উইল ও’রুর্ক ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন মার্শ।

১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আগেই প্লে-অফ নিশ্চিত করা গুজরাট। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়া লক্ষ্মৌ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০