১৩ হাজার রান ক্লাবে রুট

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৬:০৪ আপডেট: : ২৩ মে ২০২৫, ১৬:০৭

ঢাকা, ২৩ মে ২০২৫ (বাসস) : বিশ্বের পঞ্চম ও ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ১৩ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন জো রুট।

গতকাল নটিংহামে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চার দিনের ম্যাচের একমাত্র টেস্টের  প্রথম দিন ক্যারিয়ারের ১৩ হাজার রান পূর্ণ করেন রুট। এ ম্যাচ খেলতে নামার আগে রুটের টেস্ট পরিসংখ্যান ছিল- ১৫২ টেস্টে ১২,৯৭২ রান। ১৩ হাজার রানের ক্লাবে নাম লেখাতে ২৮ রান দরকার ছিল রুটের।

টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ক্যারিয়ারের ১৩ হাজার রান পূর্ণ করেন রুট। নজির গড়া ইনিংসে ৩টি চারে ৩৪ রান করেন তিনি। ২০১২ সালে টেস্ট অভিষেক হওয়া রুট এখন পর্যন্ত ১৫৩ ম্যাচের ২৭৯ ইনিংসে ১৩০০৬ রান করেছেন।

রুটের আগে টেস্টে ১৩ হাজার রান পূর্ণ করেছেন ভারতের শচীন টেন্ডুলকার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস ও ভারতের রাহুল দ্রাবিড়।

ক্যারিয়ারে ২শ টেস্টে টেন্ডুলকার ১৫,৯২১, পন্টিং ১৬৮ ম্যাচে ১৩,৩৭৮, ক্যালিস ১৬৬ ম্যাচে  ১৩,২৮৯ রান এবং দ্রাবিড় ১৬৪ ম্যাচে ১৩,২৮৮ রান করেছেন।

টেস্টের প্রথম দিন ৮৮ ওভারে ৩ উইকেটে ৪৯৮ রান করেছে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ১২৪, বেন ডাকেট ১৪০ ও ওলি পোপ অপরাজিত ১৬৯ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০