বাংলাদেশ সিরিজে প্রথম ম্যাচ খেলেই টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথুজ

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:২৩ আপডেট: : ২৩ মে ২০২৫, ১৯:৪৯
অ্যাঞ্জেলো ম্যাথুজ -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে ২০২৫ (বাসস) : আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। 

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ অবসরের কথা জানান ম্যাথুজ। তবে দল চাইলে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

২০০৯ সালের জুলাইয়ে গল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেন ম্যাথুজ। এরপর দেশের হয়ে ১১৮ টেস্ট খেলেছেন তিনি। আগামী মাসের ১৭ জুন থেকে গল-এ শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাথুজ। 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবেন না ম্যাথুজ। তিনি বলেন, ‘আমি খেলাটির প্রতি কৃতজ্ঞ এবং হাজার হাজার শ্রীলংকান ক্রিকেট ভক্তদের প্রতি কৃৃতজ্ঞ যারা আমার ক্যারিয়ার জুড়ে উত্থান-পতনে পাশে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে ভবিষ্যতের জন্য একজন তরুণ খেলোয়াড়কে জায়গা করে দেওয়ার এটাই সেরা সময়।’

শ্রীলংকা ক্রিকেটে মিডল অর্ডারে অন্যতম প্রধান ভরসা তিন ফরম্যাটের সাবেক অধিনায়ক ম্যাথুজ। এখন পর্যন্ত টেস্টে ৮ হাজার ১৬৭ রান এবং ৩৩ উইকেট নিয়েছেন তিনি। 

বাসস/এএমটি/১৯২১/স্বব

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০