নেইমারের ফেরার ম্যাচে বিদায় নিল সান্তোস

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:২৭
নেইমারের ফেরার ম্যাচে বিদায় নিল সান্তোস -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে ২০২৫ (বাসস) : ইনজুরি থেকে সুস্থ হয়ে পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরেও নিজ দল সান্তোসকে জেতাতে পারলেন না নেইমার। কোপা দো ব্রাজিল টুর্নামেন্টে সিআরবির কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে নেইমারের সান্তোস। 

প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল সান্তোস-সিআরবি। দ্বিতীয় লেগের নির্ধারিত সময় গোলশূন্য হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে প্রথম শটে নেইমার গোল করলেও হার এড়াতে পারেনি সান্তোস। 

ম্যাচের ৬৬ মিনিটে বদলি হিসেবে নামেন ৩৩ বছর বয়সী নেইমার। ১২ বছর পর কোপা দো ব্রাজিলে খেলতে নামেন তিনি। নেমেই দু’টি সুযোগ তৈরি করেছিলেন নেইমার। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি সতীর্থরা। 

দ্বিতীয়ার্ধের শেষ দিকে সিআরবির বক্সের ভেতর থেকে দারুণ শট নিয়েছিলেন নেইমার। কিন্তু সিআরবি গোলরক্ষক সেটি দক্ষতার সাথে রুখে দেন। শেষ পর্যন্ত দ্বিতীয় লেগও ড্র হলে, ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে প্রথম শটেই সান্তোসের হয়ে গোল করেন নেইমার। 

প্রথম পাঁচ শট শেষে ৪-৪ সমতা ছিল। কিন্তু ষষ্ঠ ও শেষ শট সান্তোসের হোসে আলমেইদা সিলভা গোল করতে ব্যর্থ হলে হার নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। 

টুর্নামেন্ট থেকে সান্তোস বিদায় নেওয়ায় ম্যাচ শেষে হতাশ নেইমার বলেন, ‘অনেক দিন মাঠে নেমেছি। কিন্তু সবকিছু শুধু আমার উপর নির্ভরশীল হতে পারে না। আমি ২০ বা ২৫ মিনিটেই পার্থক্য গড়ে দিতে পারি ও সতীর্থদের সাহায্য করতে পারি। কিন্তু সবাই জানে আমরা কি অবস্থায় আছি এবং এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আমাদের সব খেলোয়াড়দের সেরা পারফরমেন্স করতে হবে।’

চলমান ব্রাজিলিয়ান লিগেও ভালো অবস্থায় নেই সান্তোস। ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে ২০ দলের লিগে ১৯তম স্থানে আছে সান্তোস। আগামী রোববার লিগে নিজেদের দশম ম্যাচে এসপোর্ট ক্লাব ভিটোরিয়ার মুখোমুখি হবে সান্তোস। আগামী মাসে সান্তোসের সাথে চুক্তি শেষ হবে নেইমারের। নতুন চুক্তি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি দু’পক্ষের। এ ব্যাপারে নেইমার বলেন, ‘আমি এখনও জানি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০