বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ম্যাচ ড্র

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:৫০

ঢাকা, ২৩ মে ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার প্রথম আনঅফিসিয়াল চারদিনের টেস্টটি ড্র হয়েছে। 

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৮ রানের জবাবে ২৪৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংস থেকে ৬৫ রানের লিড পায় বাংলাদেশ। এগিয়ে থেকে চতুর্থ ও শেষ দিন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৮৩ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে ২ উইকেটে ৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। 

চতুর্থ ও শেষ দিন ব্যাটিং বিপর্যয় অব্যাহত থাকলে ৪১ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। শূন্য হাতে খেলতে নেমে আইচ মোল্লা ১১ ও অধিনায়ক শাহাদাত হোসেন ২ রানে আউট হন। উইকেটে সেট হয়ে ১৪ রানে থামেন আরিফুল ইসলাম। 

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে উইকেট পতন ঠেকান প্রীতম কুমার ও মঈন খান। ৪২ রানের জুটি গড়েন তারা। এতে ৩৮ ওভারে ৫ উইকেটে ৮৩ রান করে বাংলাদেশ। 

এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে, শেষ পর্যন্ত ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা। 

প্রীতম ২১ ও মঈন ১৮ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার আন্দিলে সিমেলেনে ও সেপো এনটুলি ২টি করে উইকেট নেন।  

প্রথম ইনিংসে ৬৪ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসান। 

আগামী ২৭ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় কাবাডিতে পুরুষ বিভাগে নীলফামারী ও নারী বিভাগে রংপুর চ্যাম্পিয়ন
জয় দিয়ে চ্যালেঞ্জ কাপ শুরু বাংলাদেশ লাল দলের
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
১০