বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ম্যাচ ড্র

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:৫০

ঢাকা, ২৩ মে ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার প্রথম আনঅফিসিয়াল চারদিনের টেস্টটি ড্র হয়েছে। 

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৮ রানের জবাবে ২৪৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংস থেকে ৬৫ রানের লিড পায় বাংলাদেশ। এগিয়ে থেকে চতুর্থ ও শেষ দিন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৮৩ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে ২ উইকেটে ৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। 

চতুর্থ ও শেষ দিন ব্যাটিং বিপর্যয় অব্যাহত থাকলে ৪১ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। শূন্য হাতে খেলতে নেমে আইচ মোল্লা ১১ ও অধিনায়ক শাহাদাত হোসেন ২ রানে আউট হন। উইকেটে সেট হয়ে ১৪ রানে থামেন আরিফুল ইসলাম। 

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে উইকেট পতন ঠেকান প্রীতম কুমার ও মঈন খান। ৪২ রানের জুটি গড়েন তারা। এতে ৩৮ ওভারে ৫ উইকেটে ৮৩ রান করে বাংলাদেশ। 

এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে, শেষ পর্যন্ত ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা। 

প্রীতম ২১ ও মঈন ১৮ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার আন্দিলে সিমেলেনে ও সেপো এনটুলি ২টি করে উইকেট নেন।  

প্রথম ইনিংসে ৬৪ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসান। 

আগামী ২৭ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিহ্নিত মাদক কারবারিসহ ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
বগুড়ায় আওয়ামী লীগ নেতা সাবেরী আলম ছোটন গ্রেফতার
ক্ষমতায় গেলে বন্ধ ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি : নজরুল ইসলাম খান
ঢাকার চারপাশের ৪টি নদী দখলমুক্ত করা হচ্ছে : রিজওয়ানা হাসান
শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন আদিলুর রহমান খান
আরব আমিরাতে সর্বোচ্চ ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
দক্ষিণ সুদানে ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত : জাতিসংঘ
জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান ছাত্রশিবিরের
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীতে ৪৪৭ কেজি মাছের পোনা অবমুক্ত
১০