২০২৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনহা

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২১:১৪
২০২৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনহা -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে ২০২৫ (বাসস) : মেয়াদ শেষ হওয়ার আগেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার সাথে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা।  ক্লবটির সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত।  সেই চুক্তি এখনও শেষ হয়নি। তার আগেই ২০২৮ সাল পর্যন্ত রাফিনহার সাথে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা।

২০২২ সালে লিডস ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় যোগ দেন রাফিনহা। ঐ মৌসুমেই বার্সার জার্সি গায়ে লা-লিগার শিরোপা জিতেন তিনি। মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকাপ জয়ে বড় অবদান রেখেছেন রাফিনহা।

এমন পারফরমেন্সের কারণেই  ২৮ বছর বয়সী রাফিনিয়ার সাথে চুক্তি নবায়ন করল বার্সেলোনা। নিজেদের  অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বার্সা জানায়, ‘বার্সেলোনা ও রাফিনহার সাথে চুক্তি নবায়ন করেছে। আগামী ২০২৮ সালের ৩০ জন পর্যন্ত ক্লাবের সাথে থাকবেন তিনি।’

এই মৌসুমে ৩৪ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন রাফিনহা। এর মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৩ গোল করেন তিনি। ইউরোপিয়ান এ প্রতিযোগিতায় যৌথভাবে শীর্ষ গোলদাতার তালিকায়  শীর্ষে আছেন রাফিনহা। তবে আসরের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে তার দল। 

চুক্তি নবায়ন পর রাফিনহা বললেন, ‘বার্সেলোনার অংশ হয়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। অনেক আগে থেকেই আমি পরিবারকে জানিয়েছি, এখানেই শেষ করতে চাই। যতদিন মাঠে থাকব, সেরাটা দেয়ার চেষ্টা চালিয়ে যাব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০