ডি ভিলিয়ার্সের রেকর্ড স্পর্শ করলেন ফোর্ড

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৭:৫২
ম্যাথু ফোর্ড -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ মে ২০২৫ (বাসস) : ওয়ানডেতে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডে দক্ষিন আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের পাশে বসলেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড। 

গতরাতে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আট নম্বরে ব্যাট হাতে নেমে মাত্র ১৬ বলে হাফ-সেঞ্চুরি করেন ফোর্ড। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন ডি ভিলিয়ার্স। এখন ওয়ানডেতে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ডের মালিক একত্রে ডি ভিলিয়ার্স ও ফোর্ড।

রেকর্ড হাফ-সেঞ্চুরি করা ইনিংসে শেষ পর্যন্ত ৯টি চার ও ১৬টি ছক্কায় ৪৪ বলে ১৪৯ রান করেছিলেন ডি ভিলিয়ার্স। গতকাল ফোর্ড ১৯ বলে ৫৮ রান করেন। তার ইনিংসে ২টি চার ও ৮টি ছক্কা ছিল।  

ফোর্ডের রেকর্ড স্পর্শ করা ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তিন নম্বরে নেমে সেঞ্চুরি করেন কেসি কার্টি। ১৩ চার ও ১ ছক্কায় ১০৯ বলে ১০২ রান করেন কার্টি। এছাড়া অধিনায়ক শাই হোপ ৪৯ ও জাস্টিন গ্রেভস ৫৮ রান করেন।

বল হাতে আয়ারল্যান্ডের লিয়াম ম্যাককার্থি ৩টি, ব্যারি ম্যাককার্থি ও জশ লিটল ২টি করে উইকেট নেন। 

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষে বৃষ্টি শুরু হলে ব্যাটিংয়ে নামতে পারেনি আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত বৃষ্টির তেজ অব্যাহত থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

আগামী ২৫ মে একই ভেন্যুতেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ১২৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০