নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ ‘এ’ দল

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৮:০৩
নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ ‘এ’ দল -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ মে ২০২৫ (বাসস) : সফরকারী নিউজিল্যান্ডের কাছে চারদিনের দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল। 

আজ দ্বিতীয় আনঅফিসিয়াল চারদিনের ম্যাচটি ড্র হয়। প্রথম ম্যাচ ৭০ রানে জিতেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে সফরকারীরা  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৫৭ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ২৭৭ রান করেছিল নিউজিল্যান্ড। 

ম্যাচের চতুর্থ ও শেষ দিন নিক কেলির সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ২২ রানের লিড পায় কিউইরা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান তোলার পর ম্যাচটি ড্র’তে শেষ হয়। 

আগের দিন ৮৩ রানে অপরাজিত ছিলেন কেলি। সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০৩ রানে আউট হন তিনি। ১৬৭ বল খেলে ৭টি চার ও ৬টি ছক্কা মারেন কেলি। 

৪৪ রান নিয়ে শুরু করে ৫৮ রানে আউট হন ম্যাথু বয়লি। ইনিংসের শেষ দিকে ডিন ফক্সক্রফট ২৭, জ্যাকারি ফকস ১৪ ও জেইডেন লিনক্স ২০ রানের সুবাদে লিড পায় নিউজিল্যান্ড। এই ইনিংসে বাংলাদেশের হয়ে স্পিনার নাইম হাসান ৪টি ও পেসার খালেদ আহমেদ ৩ উইকেট নেন। 

দ্বিতীয় ইনিংসে ২৯ রানের সূচনা করে বাংলাদেশ। ২৩ বলে ২৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন এনামুল হক। তিন নম্বরে নেমে ১৬ রানে আউট হন সাইফ হাসান। এতে ৫১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। 

তৃতীয় উইকেটে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচটি ড্র’তে শেষ করেন ওপেনার জাকির হাসান ও অমিত হাসান। জাকির ২৪ ও অমিত ২১ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরা হয়েছেন কেলি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় কাবাডিতে পুরুষ বিভাগে নীলফামারী ও নারী বিভাগে রংপুর চ্যাম্পিয়ন
জয় দিয়ে চ্যালেঞ্জ কাপ শুরু বাংলাদেশ লাল দলের
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
১০