পিরোজপুরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৮:১৬
পিরোজপুরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -ছবি : বাসস

পিরোজপুর, ২৪ মে ২০২৫ (বাসস) : পিরোজপুরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। 

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর আয়োজনে এই টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে।

শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে পিরোজপুর পৌরসভা দল বনাম নেছারাবাদ উপজেলা শাখার মধ্য দিয়ে খেলা শুরু হয়।

খেলায় পিরোজপুর পৌরসভা ৩-১ গোলে নেছারাবাদ উপজেলা দলকে পরাজিত করে।

উভয় দলেই স্থানীয় খেলোয়াড় ছাড়াও ঢাকার বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় কাবাডিতে পুরুষ বিভাগে নীলফামারী ও নারী বিভাগে রংপুর চ্যাম্পিয়ন
জয় দিয়ে চ্যালেঞ্জ কাপ শুরু বাংলাদেশ লাল দলের
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
১০