দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য অনুশীলন শুরু বাংলাদেশ ইমার্জিং দলের

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৯:৩৪
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ মে ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচের জন্য আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল।

আগামী ২৭ মে থেকে মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি ড্র হয়। প্রথম ইনিংসে ওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ৩০৮ রান করে বাংলাদেশ ইমার্জিং দল। ১৬টি চার ও ১টি ছক্কায় ১৪৩ বলে ১০৪ রান করেন শিবলি।

এরপর বাংলাদেশ স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণিতে ২৪৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৬৪ রানে ৭ উইকেট নেন রাকিবুল।

প্রথম ইনিংস থেকে ৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে চাপে পড়ে বাংলাদেশ। ৮৩ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। শেষ দিনের বিকেলে বৃষ্টির কারণে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

চারদিনের ম্যাচের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ ইমার্জিং দল : শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী এম রিজওয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মন্ডল, মেহেদি হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০