কার্টির সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সমতায় শেষ করল ওয়েস্ট ইন্ডিজ

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৬:৩৯
কার্টির সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সমতায় শেষ করল ওয়েস্ট ইন্ডিজ -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ মে ২০২৫ (বাসস) : কেসি কার্টির সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সমতায় শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। 

গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে ১৯৭ রানের বড় ব্যবধানে হাািরয়েছে আয়ারল্যান্ডকে। ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় ক্যারিবীয়দের। সিরিজের প্রথম ম্যাচ ১২৪ রানে জিতেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে তিন ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ হল। 

ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩১ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্র্যান্ডন কিং ১ ও এভিন লুইস ১৪ রানে আউট হন। শুরুর ধাক্কা সামাল দিয়ে তৃতীয় উইকেটে ১৪৭ বলে ১৩৭ রানের জুটি গড়েন কার্টি ও অধিনায়ক শাই হোপ। ৯ চার ও ২ ছক্কায় ৭৫ রানে সাজঘরে ফিরেন হোপ। 

এরপর চতুর্থ উইকেটে আমির জাঙ্গোর সাথে ৭১ বলে ৭৮ এবং জাস্টিন গ্রেভসকে নিয়ে ৪০ বলে ৯৭ রান যোগ করেন কার্টি। এসময় ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন কার্টি। শেষ পর্যন্ত ১৫টি চার ও ৮টি ছক্কায় ১৪২ বলে ক্যারিয়ার সেরা ১৭০ রান করেন এই ডান-হাতি ব্যাটার। 

জাঙ্গো ২২ রানে থামলেও ৫টি চার ও ৩টি ছক্কায় ২৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন গ্রেভস। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৮৫ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

নিজেদের ওয়ানডেতে দ্বিতীয় ও আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান পায় ক্যারিবীয়রা। আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি ১০০ রানে ৩ উইকেট নেন। আইরিশদের পক্ষে ওয়ানডেতে এই প্রথম কোন বোলার ইনিংসে ১শ রান খরচ করল। 

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষে বৃষ্টিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকলে ডার্ক ওয়ার্থ লুইস আইনে ৪৬ ওভারে ৩৬৩ রানের নতুন টার্গেট পায় আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আইরিশ ব্যাটাররা। ২৯.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় তারা। এরমধ্যে দুই ব্যাটার আহত অবসর নেন। 

দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন কেড কারমাইকেল। এছাড়া লরকান টাকার ২৯ ও অ্যান্ড্রু ম্যাকব্রাইন ২৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস ৩ উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন কার্টি। 

আগামী ১২ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এরমাঝে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবীয়রা। যা ২৯ মে থেকে শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০