নেশন্স লিগের ফাইনাল ফোরে স্পেন দলে ফিরলেন ইসকো

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৭:২৪
নেশন্স লিগের ফাইনাল ফোরে স্পেন দলে ফিরলেন ইসকো -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ মে ২০২৫ (বাসস) : রিয়াল বেটিস মিডফিল্ডার ইসকোকে নেশন্স লিগের ফাইনাল ফোরের জন্য জাতীয় দলে ডেকেছেন স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তে। ছয় বছরের অনুপস্থিতি শেষে জাতীয় দলে ফিরলেন ইসকো। 

৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার বেটিসের হয়ে এবারের মৌসুমটা দারুন কাটিয়েছেন। বেটিসের কনফারেন্স লিগের ফাইনালে পৌঁছানোর পিছনে তার অবদান ছিল। আগামী বুধবার কনফারেন্স লিগের ফাইনালে বেটিস চেলসির মুখোমুখি হবে। 

ইউরো ২০২৪ বিজয়ী স্পেন আগামী ৫ জুন স্টুটগার্টে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে। সম্ভাব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানী বনাম পর্তুগালের মধ্য বিজয়ী দল।  

বোর্নমাউথ থেকে রিয়াল মাদ্রিদে নতুন চুক্তিভূক্ত ডিফেন্ডার ডিন হুইজসেন কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দারুন পারফর্ম করেছিলেন। নেশন্স লিগের ম্যাচে তাকে দলে ধরে রেখেছেন ডি লা ফুয়েন্তে। বার্সেলোনার দুই মিডফিল্ডার গাভি ও ফারমিন্স লোপেজও দলে রয়েছেন। 

টিনএজ উইঙ্গার লামিন ইয়ামাল ও প্লেমেকার পেড্রির সাথে এ্যাথলেটিক বিলবাও এ্যাটাকার নিকো উইলিয়ামস দলে মূল ভরসার নাম। 

যথাযথ ম্যাচ ফিটনেসের অভাবে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রড্রি এখনো দলের বাইরে রয়েছেন। যদিও সাম্প্রতিক সময়ে ফিটনেস ফিরে পেয়ে তিনি সিটি দলে ফিরেছেন। মধ্যমাঠে অবশ্য দলের ভরসার নাম রিয়াল সোসিয়েদাদের মার্টিন জুবিমেন্ডি।

নেশন্স লিগের ফাইনাল ফোরের জন্য স্পেনের পূর্ণাঙ্গ স্কোয়াড : 

গোলরক্ষক : উনাই সাইমন, ডেভিড রায়া, এ্যালেক্স রেমিরো

ডিফেন্ডার : ওসকার মিনগুয়েজা, পেড্রো পোরো, ডানি ভিভিয়ান, পও কুবারসি, রবিন লি নরমান্ড, ডিন হুইজসেন, আলেহান্দ্রো গ্রিমালডো, মার্ক কুকুরেলা

মিডফিল্ডার : মার্টিন জুবিমেন্ডি, গাভি, ফারমিন লোপেজ, পেড্রি গঞ্জালেজ, ডানি ওলমো, ইসকো, মিকেল মেরিনো, ফাবিয়ান রুইজ, এ্যালেক্স বায়েনা

ফরোয়ার্ড : লামিন ইয়ামাল, নিকো উইলয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারজাবাল, সামু ওমোরোডিওন, আলভারো মোরাতা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০