টসের ১০ মিনিট আগে ফাইনালের মঞ্চে পৌঁছে লাহোরকে শিরোপা জেতালেন রাজা

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৮:১১

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : গত ২৪ মে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষ করেই লাহোরের উদ্দেশ্যে রওনা দেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। লক্ষ্য- ২৫ মে সন্ধ্যায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ফাইনালে লাহোর কালান্দার্সের হয়ে অংশ নেওয়া। 

বার্মিংহাম-দুবাই-আবুধাবি হয়ে পিএসএলের ফাইনালের টস হবার মাত্র ১০ মিনিট আগে দলের সাথে যোগ দেন রাজা। এত রোমাঞ্চের পর মাঠে নেমে লাহোরকে শিরোপা এনে দেন রাজাই। কুয়েটা গ্লাডিয়েটর্সকে ৬ উইকেটে হারায় লাহোর কালান্দার্স। রাজার ব্যাট থেকে আসে লাহোরের জয়সূচক রান। বল হাতে ১ উইকেট নেয়ার পাশাপাশি মাত্র ৭ বলে ২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাজা। 

নটিংহ্যামে ইংল্যান্ড-জিম্বাবুয়ের মধ্যকার চারদিনের টেস্ট ম্যাচ শুরু হয় ২২ মে। যা শেষ হবার কথা ছিল ২৫ মে। দ্বিতীয় দিন শেষে ইনিংস হারের শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে। ২৪ মে টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ইনিংস ও ৪৫ রানে হার বরণ করে নেয় জিম্বাবুয়ে।

টেস্ট শেষ করেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন রাজা। বার্মিংহাম বিমানবন্দর থেকে ইকোনমি টিকিট নিয়ে দুবাইয়ের ফ্লাইট ধরেন তিনি। দুবাইয়ে নেমে গাড়িতে আবুধাবি যান রাজা। কারণ আবুধাবি থেকে পিএসএলের ভেন্যু পাকিস্তানের লাহোরের বিমান আগেভাগেই পাওয়া যাবে। 

লাহোরের বিমানবন্দরে নেমেই গাদ্দাফি স্টেডিয়ামের উদ্দেশ্যে গাড়িতে রওনা দেন রাজা। ফাইনালে টস হবার ১০ মিনিট আগে দলের সাথে যোগ দেন তিনি। টস করার সময় রাজার একাদশে থাকা নিশ্চিত করেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এরপর লাহোরের শিরোপা জয়ের বড় অবদান রাখেন রাজা। পঞ্চম উইকেটে কুশল পেরেরার সাথে রাজার ১৯ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে কুয়েটা গ্লাডিয়েটর্সের ছুঁড়ে দেওয়া ২০২ রানের টার্গেট স্পর্শ করে লাহোর। 

ফাইনালে শেষে নিজের রোমাঞ্চকর ২৪ ঘন্টার বর্ণনা দিতে গিয়ে রাজা বলেন, ‘ডিনার করেছি বার্মিংহামে, সকালের নাশতা দুবাইয়ে, আবুধাবিতে লাঞ্চ আর পাকিস্তানের রাতের খাবার করেছি।’ 

পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে জন্ম নেওয়া রাজা আরও বলেন, ‘আমার মনে হয় পেশাদার ক্রিকেটারদের জীবন এমনই। এমন একটি জীবনের অংশ হতে পেরে সত্যিই নিজেকে ধন্য ও সৌভাগ্যবান মনে করি।’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৭ রান করেন রাজা। দ্বিতীয় ইনিংস তার ব্যাট থেকে ১০টি বাউন্ডারির সহায়তায় আসে ৬০ রান। 

এবারের পিএসএলের শুরু থেকেই ছিলেন রাজা। পিএসএলের মাঝ পথে টেস্ট খেলতে ইংল্যান্ড যান তিনি। টেস্ট শেষে পিএসএলের ফাইনালে অংশ নেন এই জিম্বাবুয়েন। লাহোরের হয়ে এবারের মৌসুমে ১০ ইনিংসে ২৫৪ রান ও ১০ উইকেট শিকার করেছেন রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০