জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগ শুরু

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৯:০৭
জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগ শুরু -ছবি : বাসস

ঢাকা, ২৬ মে ২০২৫ (বাসস) : সার্ভিসেস কাবাডি লিগ দিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে পল্টনের কাবাডি স্টেডিয়ামে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগ-২০২৫। বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম, এনডিসি।

এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, যুগ্ম সম্পাদক আব্দুল হক ও কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু। 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধে বাংলাদেশ সেনাবাহিনী ২০-১৩ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও প্রাধান্য বিস্তার করে খেলে সেনাবাহিনী ৪৫-২৭ পয়েন্টে সহজ জয় পায়। ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন সেনাবাহিনীর ইব্রাহিম মল্লিক। 

এবারের আসরে ছয়টি সার্ভিসেস দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে - বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ছয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। ৩০ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০