শারজাহ মাস্টার্স দাবায় তাহসিন ১৫তম

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৯:৫৪ আপডেট: : ২৬ মে ২০২৫, ১৯:৫৫
শারজাহ মাস্টার্স দাবায় তাহসিন ১৫তম -ছবি : বাসস

ঢাকা, ২৬ মে ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে অনুষ্ঠিত শারজাহ মাস্টার্স দাবা, ক্যাটাগরি-বি ইভেন্টে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ১৫তম এবং ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ২১তম স্থান লাভ করেছেন।

ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৯ খেলায় ৬ পয়েন্ট করে অর্জন করেছেন। ৯ খেলায় ৪ পয়েন্ট করে নিয়ে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ৯২তম এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৯৩তম স্থান পান। 

গতকাল অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আজাবাইজানের মহিলা গ্র্যান্ড মাস্টার বেইদুল্লায়েভা গোভহারের সাথে ড্র করেন।

ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার আরফান অদিত্য বাগুসকে পরাজিত করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ অস্টেলিয়ার রুদ্রা ভার্মার সাথে ড্র করেন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সৌউদ বাদের হুয়াইর আলজারোনিকে পরাজিত করেন। 
ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী সাড়ে সাত পয়েন্ট পেয়ে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে ১৪২টি দেশের ৬ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২২ জন আন্তর্জাতিক মাস্টার ও ৯ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০