আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডোতে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ২০:১৪

ঢাকা, ২৬ মে ২০২৫ (বাসস) : বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা-২০২৫’ এ বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। 

দু’দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপি ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ২৪টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়।

নেপাল জুডো এসোসিয়েশন দল ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ১১ টি পদক নিয়ে রানার্স আপ হয়েছে।

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদেরকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপি কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো: ইমরান হাসান, উপ-পরিচালক (প্রশাসন) মো: ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।

বিকেএসপির স্বর্ণ পদক বিজয়ীরা হলেন (-৪৫ কেজি) ওজন শ্রেণিতে মো: জাহিদ হাসান, (-৫০ কেজি) ওজন শ্রেণিতে মো: ওয়াদুদ রহমান রনি, (-৫৫ কেজি) ওজন শ্রেণিতে এ্যপ্রু শাই মারমা, (-৪৪ কেজি) ওজন শ্রেণিতে রেমি হাসি, (-৬৩ কেজি) ওজন শ্রেণিতে অনিকা আক্তার ও (+৬৩ কেজি) ওজন শ্রেণিতে ফাবিহা বুশরা।

প্রতিযোগিতায়  নেপাল, ভূটান ও স্বাগতিক বাংলাদেশের মোট ১৬৯ জন জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২ টি পদকের জন্য লড়াইয়ে অবতীর্ণ হয়।

বাংলাদেশের হয়ে বিকেএসপির ৪টি দল ছাড়াও দেশের বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার দল অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০