বাংলাদেশের ক্রিকেটারদের কাছে ধারাবাহিকতা চান ইফতেখার

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ২১:০৩ আপডেট: : ২৬ মে ২০২৫, ২১:০৬

ঢাকা, ২৬ মে ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের কাছে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে হারের দুঃস্মৃতি ভুলতে জাতীয় দলের ক্রিকেটারদের ধারাবাহিক হবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতিখার রহমান মিঠু। 

এ মাসেই সংযুক্ত আরব আমিরাত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। যা দেশের ক্রিকেটের জন্য বড় এক ধাক্কা। সেই ক্ষত নিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। 

আজ বিসিবি পরিচালক ইফতিখার রহমান মিঠু বলেন, ‘এটি একটি নতুন ইউনিট। তাদের একটু সময় দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আরব আমিরাতের কাছে হারার পর সবাই হতাশ হয়েছে। খেলোয়াড়দেরও খারাপ লেগেছে এবং আমি মনে করি সিরিজ হারের হতাশা কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ খেলোয়াড়রা।’

আরব আমিরাতের কাছে হারের জন্য কাউকে দায়ী করতে নারাজ বিসিবির মিডিয়া এন্ড কমিউনিকেশনের চেয়ারম্যানেরও দায়িত্বে থাকা ইফতেখার। 

তিনি বলেন, ‘কোচ শুধুমাত্র শেখাতে পারে। কিন্তু তারা খেলবে না। আসলে কাউকে দোষ দেওয়ার কিছু নেই, প্রধান কোচ সালাহউদ্দিন বা অন্য কাউকে।’

ইফতেখার আরও বলেন, ‘আমি যেমন বলেছিলাম, সংযুক্ত আরব আমিরাতের কাছে হারার পর আমাদের খারাপ লেগেছিল। কিন্তু এটা খেলারই অংশ। আমাদের এটা মেনে নিতে হবে। তবে আমি বিশ্বাস করি এই তরুণ ক্রিকেটারদের সামর্থ্য আছে। তাদের প্রতি ধৈর্য ধরতে হবে আমাদের।

তাদের ধারাবাহিক হতে হবে এবং ভুল-ত্রুটি নিয়ে আরও ভালোভাবে কাজ করতে হবে।’

পাকিস্তান সিরিজের জন্য আজ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। ইফতেখার জানান, খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ‘দল ইতোমধ্যে অনুশীলন সেশন শুরু করেছে। সব খেলোয়াড়ই ভালো অবস্থায় আছে। তারা খেলতে প্রস্তুত। পাকিস্তান সবসময় সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে। এখনও পর্যন্ত কেউ নিরাপত্তা নিয়ে অভিযোগ করেনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০