বিশ্বকাপ বাছাইপর্বে ইতালি দলে ফিরলেন আকার্বি

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:২৭ আপডেট: : ২৭ মে ২০২৫, ১২:৩০

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : নরওয়ে ও মলডোভার বিক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ইতালি দলে ডাক পেয়েছেন ফ্রান্সেসকো আকার্বি। 

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানো ইন্টার মিলানের হয়ে এবার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই ডিফেন্ডার। বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আকার্বির গোলেই ইন্টার সমতা ফিরিয়েছিল। আর এসবই লুসিয়ানো স্পালেত্তির ২৭ সদস্যের দলে আকার্বিকে ফিরিয়ে এনেছে। 

গত বছর মার্চের পর থেকে স্পালেত্তির দলে ডাক পাননি ৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই ডিফেন্ডার। মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর আগামী সোমবার আরেক ফাইনালিস্ট পিএসজি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমার সাথে আজ্জুরি স্কোয়াডে যোগ দিবেন আকার্বি। 

গ্রুপ-আই’য়ে আগামী ৬ জুন ওসলোতে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতালি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে। তিনদিন পর আজ্জুরিরা মলডোভার বিপক্ষে মাঠে নামবে।

ইতালি স্কোয়াড :

গোলরক্ষক : গিয়ানলুইগি ডোনারুমা, এ্যালেক্স মেরেত, গুগলিয়েলমো ভিকারিও
ডিফেন্ডার : ফ্রান্সেসকো আকার্বি, আলেহান্দ্রো বাস্তোনি, আলেহান্দ্রো বুনগিরোনো, আন্দ্রে ক্যাম্বিয়াসো, দিয়েগো কোপোলা, গিওভান্নি ডি লোরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, মাত্তেও গাব্বিয়া, ফেডেরিকো গাত্তি, ডেসটিনি উদোগি, ডেভিড জাপাকস্তা

মিডফিল্ডার : নিকোলো বারেলা, সিজার কাসাডেই, ডেভিড ফ্রাত্তেসি, ম্যানুয়েল লোকাটেলি, স্যামুয়েল রিচ্চি, নিকোলো রোভেরা, সান্দ্রো টোনালি

ফরোয়ার্ড : মোয়েস কিন, লোরেঞ্জো লুকা, ড্যানিয়েলে মালদিনি, রিকার্ডো ওরসোলিনি, গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেটেগুই

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০