কুল-বিএসজেএ মিডিয়া কাপের দ্বিতীয় দিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৭:৫৩

ঢাকা,  ২৭ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় ও স্কয়ার ট্রয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ আসরের প্রথম হ্যাটট্রিক করেছেন ডেইলি স্টারের নাবিদ ইয়াসিন।

দেশের শীর্ষ স্থানীয় ৩২ মিডিয়া হাউজের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মঙ্গলবার জয় পেয়েছে কালের কণ্ঠ, বিজনেস স্ট্যান্ডার্ড, সমকাল, ডেইলি স্টার, বাংলাদেশ টেলিভিশন, এখন টিভি, আর টিভি ও চ্যানেল ২৪।
 
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস, সাবেক জাতীয় ফুটবলার ও কোচ হাসানুজ্জামান খান বাবলু, জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং জাতীয় স্টেডিয়ামের প্রশাসক কামরুল ইসলাম কিরন। ম্যাচ সেরার পুরস্কার প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সহ-সভাপতি রায়হান আল মুঘনি, বিএসজেএ সাবেক সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং বিএসজেএ সদস্য ও ডেইলি স্টারের ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ কুমার রায়।

দিনের প্রথম ম্যাচে নয়া দিগন্তকে ১-০ গোলে হারায়  বিজনেস স্ট্যান্ডার্ড। জয়সূচক গোলটি করে ম্যাচ সেরা হন আল ইমরান। জাগো নিউজকে ৩-১ গোলে হারায় চ্যানেল ২৪। জয়ী দলের পক্ষে জুবায়ের শুভ ২ গোল করে ম্যান অব দা ম্যাচ পুরস্কার জেতেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোল শূন্য থাকে বাংলা নিউজ ও আর টিভির ম্যাচ। টাইব্রেকারে ৪-১ ব্যবধানে ম্যাচের ফল নিজেদেও করে নেয় আর টিভি। ম্যাচ সেরা নির্বাচিত হন আর টিভির গোলরক্ষক রাফি আমিন। এখন টিভি ও বাংলাদেশ প্রতিদিনের মধ্যকার ম্যাচও টাইব্রেকারে নিষ্পত্তি হয়। এখন টিভির ৪-২ ব্যবধানে জয়ে ম্যাচ সেরা হয়েছেন গোলরক্ষক শুভাংশু।

ঢাকা পোস্টের বিপক্ষে ম্যাচে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকটি করেন  ডেইলি স্টারের নাবিদ ইয়াসিন। ঢাকা পোস্টের হয়ে এক গোল করেন আমিনুল ইসলাম। ডেইলি স্টারের ৩-১ গোলের জয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন হ্যাটট্রিক ম্যান নাবিদ। দৈনিক ইনকিলাবকে ১-০ গোলে হারায় বিটিভি। জয়সূচক গোলটি করে ম্যাচের নায়ক সাজ্জাদ হোসেন।

বাংলাভিশন টেলিভিশনকে ২-১ গোলে হারিয়েছে দৈনিক কালের কণ্ঠ। এক গোলের পাশাপাশি দারুণ পারফরমেন্সের কারনে ম্যাচ সেরার পুরস্কার পান তৌকির আহমেদ। দিনের শেষ ম্যাচে সময় টিভিকে ২-০ গোলে হারায় দৈনিক সমকাল। দুই অর্ধে একটি করে গোল করে ম্যাচ সেরা হন কাজী তামজিদ হাসান।

অনিবার্য কারণবশত আগামীকাল কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় এক দিনের বিরতি দেওয়া হয়েছে। তাই টুর্নামেন্টের বাকি সূচি এক দিন করে বডিলি শিফট হয়ে যাবে। বৃহস্পতিবার থেকে আবার শুরু হবে খেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০