ইফতির সেঞ্চুরির দিন আক্ষেপ মইনের

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৮:২৩

ঢাকা, ২৭ মে ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল চারদিনের টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ওপেনার ইফতিখার হোসেন ইফতি। তবে প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন মিডল অর্ডার ব্যাটার মইন খান। ৯১ রানে আউট হন তিনি। দুই ব্যাটারের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন শেষে ৮৯ ওভারে ৭ উইকেটে ২৪২ রান করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ১০৯ রান করেন ইফতি। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ ইমার্জিং দল। রানের খাতা খোলার আগেই আউট হন প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ওপেনার আশিকুর রহমান শিবলি।

ওপেনার শিবলির পথ অনুসরণ করে যাওয়া আসার মিছিল শুরু করেন বাংলাদেশের অন্যান্য ব্যাটাররা। ফলে ৫৮ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। চৌধুরি রিজওয়ান ৭, অধিনায়ক শাহাদাত হোসেন ১, আরিফুল ইসলাম শূন্য ও প্রীতম কুমার ২ রানে আউট হন। 

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ইফতি ও মইন। উইকেটে সেট হয়ে ১৭৯ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই সেঞ্চুরি তুলে নেন ইফতি।  

দলীয় ২৩৭ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন মইন। ১৫টি চারে ১৫৯ বলে ৯১ রান করেন তিনি। 

দিনের খেলা শেষ হবার ১১ বল আগে সাজঘরে ফিরেন ইফতিও। ১৪টি চারে ২৯১ বলে ১০৯ রান করেন তিনি। 

রাকিবুল হাসান ২ ও রিপন মন্ডল শূন্যতে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার আন্দিলে মোকগাকানে ২০ রানে ৩ উইকেট নেন। 

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল। 

বাসস/এএমটি/১৮১৯/নীহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০