ইফতির সেঞ্চুরির দিন আক্ষেপ মইনের

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৮:২৩

ঢাকা, ২৭ মে ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল চারদিনের টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ওপেনার ইফতিখার হোসেন ইফতি। তবে প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন মিডল অর্ডার ব্যাটার মইন খান। ৯১ রানে আউট হন তিনি। দুই ব্যাটারের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন শেষে ৮৯ ওভারে ৭ উইকেটে ২৪২ রান করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ১০৯ রান করেন ইফতি। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ ইমার্জিং দল। রানের খাতা খোলার আগেই আউট হন প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ওপেনার আশিকুর রহমান শিবলি।

ওপেনার শিবলির পথ অনুসরণ করে যাওয়া আসার মিছিল শুরু করেন বাংলাদেশের অন্যান্য ব্যাটাররা। ফলে ৫৮ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। চৌধুরি রিজওয়ান ৭, অধিনায়ক শাহাদাত হোসেন ১, আরিফুল ইসলাম শূন্য ও প্রীতম কুমার ২ রানে আউট হন। 

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ইফতি ও মইন। উইকেটে সেট হয়ে ১৭৯ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই সেঞ্চুরি তুলে নেন ইফতি।  

দলীয় ২৩৭ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন মইন। ১৫টি চারে ১৫৯ বলে ৯১ রান করেন তিনি। 

দিনের খেলা শেষ হবার ১১ বল আগে সাজঘরে ফিরেন ইফতিও। ১৪টি চারে ২৯১ বলে ১০৯ রান করেন তিনি। 

রাকিবুল হাসান ২ ও রিপন মন্ডল শূন্যতে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার আন্দিলে মোকগাকানে ২০ রানে ৩ উইকেট নেন। 

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল। 

বাসস/এএমটি/১৮১৯/নীহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০