একইদিন দুই ভাইয়ের ভিন্ন দুই লিগ শিরোপা জয়ের বিরল কৃতিত্ব

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৯:০৫

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : আর্জেন্টাইন দুই ম্যাক এ্যালিস্টার ভাই এ্যালেক্সিস ও কেভিন ফুটবল ইতিহাসে বিরল এক রেকর্ডের জন্ম দিয়েছেন। একইদিন দুই ভাই ভিন্ন দুই লিগে শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করেছেন। যদিও দুই ভাইয়ের কেউই নিজ নিজ লিগে মৌসুমের শেষ ম্যাচে খেলার সুযোগ পাননি।

এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার গত মাসে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন। তবে এ্যানফিল্ডে তাদের হাতে রোববার চ্যাম্পিয়নশীপ ট্রফি তুলে দেয়া হয়। অন্যদিকে তার বড় ভাই কেভিন বেলজিয়ান ক্লাব ইউনিয়ন সেন্ট-গিলোসের হয়ে লিগ শিরোপা জয় করেছেন। এর মাধ্যমে ইউনিয়ন বেলজিয়ান লিগে ৯০ বছরের শিরোপা জয়ের অপেক্ষার অবসান ঘটিয়েছে।

ঘরের মাঠে অনুষ্ঠিত মৌসুমের শেষ ম্যাচে কেভিন নিষেধাজ্ঞায় ছিলেন। জেন্টের বিপক্ষে কেভিনের দল ৩-১ গোলে জয়ী হয়ে ১৯৩৫ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা নিশ্চিত করে। অন্যদিকে এ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের শেষ ম্যাচে ইনজুরি এড়ানোর কারনে এ্যালেক্সিস দলের বাইরে ছিলেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

লিভারপুল ম্যানেজার আর্নে স্লট বলেছেন, ‘আমি মনে করি মৌসুমের শেষ ভাগের পুরোটাই সে খেলেছে। যেমনই অনুভব করুক না কেন কখনই কোন ম্যাচ ছেড়ে দেয়নি। তার মধ্যে বড় কোন ইনজুরি নেই। কিন্তু আমরা কোন ঝুঁকি নিতে চাইনি।’

২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলের সদস্য ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার দুই মৌসুম আগে ব্রাইটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন। এবারের মৌসুমে লিগ শিরোপা জয়ী দলের হয়ে ৩০টি ম্যাচে মূল দলে খেলেছেন।

এক বছরের বড় কেভিন ম্যাক এ্যালিস্টারও ভাইয়ের মতই একই ধরনের মানসিকতা নিয়ে খেলে থাকেন।

এ্যালেক্সিস ও কেভিনের আরেক ভাই ২৯ বছর বয়সী ফ্রান্সিস বর্তমানে আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব ইনসিটুটোতে খেলছেন। তিন ভাইই ২০১৭ সালে একসাথে প্রথমবারের মত আর্জেন্টিনোস জুনিয়র্স দলের হয়ে ফুটবলে যাত্রা শুরু করেছিলেন। তাদের বাবা কার্লোস আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। এছাড়া বোকা জুনিয়র্সের হয়ে ১৯৯২ সালে লিগ চ্যাম্পিয়নশীপও জয় করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০