জাতীয় পুরুষ হ্যান্ডবলের দ্বিতীয় পর্বের আজকের খেলার ফলাফল

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৯:২৩

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের খেলায় মঙ্গলবার জয় নিশ্চিত করেছে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মঙ্গলবার সুনামগঞ্জ ২৬-২৩ গোলে হারিয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ১২-০৯ গোলে এগিয়ে ছিল বগুড়া। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ৪৭-১৪ গোলে হারিয়েছে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ১৮-০৪ গোলে কুষ্টিয়া এগিয়ে ছিল। বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৪-২৪ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। প্রথমার্ধে ১৬-১৪ গোলে এগিয়ে ছিল বান্দরবান।

বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৯-০৯ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ১৪-০৫ গোলে এগিয়ে ছিল পুলিশ। বগুড়া জেলা ক্রীড়া সংস্থা ২৬-১৮ গোলে হারিয়েছে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে বগুড়া ১৪-১১ গোলে এগিয়ে ছিল। নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ২৮-২৬ গোলে হারিয়েছে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ১৬-১১ গোলে এগিয়ে ছিল নড়াইল। ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ৩৬-১৫ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ১৬-০৭ গোলে এগিয়ে ছিল ঢাকা। 

দিনের শেষ ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ৩২-২৭ গোলে হারিয়েছে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে পঞ্চগড় ১৩-১০ গোলে এগিয়ে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০