নওগাঁয় আগামীকাল মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ২১:১৬

নওগাঁ, ২৭ মে, ২০২৫ (বাসস) : নওগাঁয় চারটি সাংবাদিক সংগঠনের যৌথ আয়োজনে মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।  

নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। 

বুধবার বিকেল ৩টায় এই ম্যাচের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক উপস্থিত থাকবেন। 

মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আহবায়ক ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এএসএম রায়হান আলম বলেছেন, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। 

মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব খন্দকার আব্দুর রউফ পাভেল বলেন, পেশাগত কাজের ফাঁকে খেলাধুলারও প্রয়োজন আছে বলে মনে করি। খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফুটবল গ্রাম-বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলা। এই খেলাকে সামনের দিকে এগিয়ে নিতে এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। আশা করছি সবাই খেলাটি উপভোগ করবে। আমরা একটি সুন্দর আয়োজন সবাইকে উপহার দিতে পারবো।

জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ বলেন, এই ফুটবল ম্যাচ সাংবাদিকদের জন্য একটি মিলন মেলা। এই ম্যাচকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

ম্যাচ শেষে জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রীতিভোজের আয়োজন রয়েছে। এই আয়োজনে চারটি সাংবাদিক সংগঠনের গণমাধ্যম কর্মীরা অংশ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০