বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াসিম

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:০৯

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : শুরুর আগেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচর টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। 

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না ওয়াসিম। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ আব্বাস আফ্রিদি।

সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী ওয়াসিম। দ্রুত সুস্থ হবার কোন সম্ভাবনা নেই তার। তাই বাংলাদেশ সিরিজে খেলা হচ্ছে না ওয়াসিমের। সুস্থ হয়ে উঠতে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন এই পেসার। 

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আব্বাস। ১৫.৪৮ গড়ে ৩৩ উইকেট নিয়েছেন তিনি। পিএসএলের সর্বশেষ আসরে ১১ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেন আব্বাস। 

আজ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ৩০ মে ও পহেলা জুন। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০