বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াসিম

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:০৯

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : শুরুর আগেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচর টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। 

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না ওয়াসিম। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ আব্বাস আফ্রিদি।

সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী ওয়াসিম। দ্রুত সুস্থ হবার কোন সম্ভাবনা নেই তার। তাই বাংলাদেশ সিরিজে খেলা হচ্ছে না ওয়াসিমের। সুস্থ হয়ে উঠতে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন এই পেসার। 

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আব্বাস। ১৫.৪৮ গড়ে ৩৩ উইকেট নিয়েছেন তিনি। পিএসএলের সর্বশেষ আসরে ১১ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেন আব্বাস। 

আজ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ৩০ মে ও পহেলা জুন। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০