ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশন ওয়েস্ট ইন্ডিজের

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:১৫

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : সর্বশেষ দ্বিপাক্ষীক দুই ওয়ানডে সিরিজেই ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ইংলিশদের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ ক্যারিবীয়দের সামনে। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। বার্মিংহামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। 

২০২৩ ও ২০২৪ সালে সর্বশেষ দুই ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ঘরের মাঠে তিন ম্যাচের ঐ দুই সিরিজই ২-১ ব্যবধানে জিতেছে ক্যারিবীয়রা। ফলে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। 

হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ লুফে নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। দলের অধিনায়ক শাই হোপ বলেন, ‘আমাদের সামনে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের দারুণ এক সুযোগ তৈরি হয়েছে। এমন সুযোগ সহজে আসে না। এই সুযোগ আমরা ভালভাবে কাজে লাগাতে চাই। তবে কাজটি কঠিন হবে। কারণ ঘরের মাঠে সবসময়ই কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড। সিরিজ জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

সদ্যই আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েও ১-১ সমতায় শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ঐ সিরিজের আত্মবিশ্বাস ইংল্যান্ডের বিপক্ষে কাজে দিবে বলে জানান হোপ, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে না পারলেও, আমরা দল হিসেবে শেষ দুই ম্যাচে ভালো করেছি। শেষ দুই ম্যাচের পারফরমেন্স আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

ব্যাকফুটে থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড। ২০০৩ সালের সেপ্টেম্বরের পর ওয়ানডে ফরম্যাটে কোন সাফল্য নেই ইংলিশদের। এসময় কোন দ্বিপাক্ষীক সিরিজ বা টুর্নামেন্ট জিততে পারেনি ইংল্যান্ড। গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান জশ বাটলার। তার জায়গায় সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হন হ্যারি ব্রুক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে ব্রুকের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে সাফল্যের ধারায় ফিরতে মরিয়ে ব্রুক। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরেই আমরা ওয়ানডেতে ভাল করতে পারছি না। দেড় বছর ধরে টুর্নামেন্ট বা দ্বিপাক্ষীক সিরিজে আমাদের কোন সাফল্য নেই। এবার আমাদের ঘুড়ে দাঁড়ানোর পালা। সাফল্যের লক্ষ্য নিয়ে এই সিরিজে খেলতে নামবে দল।’

সিরিজ শুরুর আগেই পেসার গাস অ্যাটকিনসনকে হারিয়েছে ইংল্যান্ড। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। 

এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৮ বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৪৮টিতে এবং ইংল্যান্ড ৫৪ ম্যাচে জিতেছে। ৬টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, টম ব্যান্টন, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, জশ বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, জো রুট। 

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০