জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনালে পুলিশ হ্যান্ডবল ক্লাব ও বান্দরবান

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৯:৫৪

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।

বান্দরবান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা দুই দলেরই পয়েন্ট ছিল সমান ১৩। কিন্তু গোল গড়ে বান্দরবান এগিয়ে থাকায় শেষ পর্যন্ত বান্দরবান সেমিফাইনালে উঠেছে।

এর আগে প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং গতবারের রানার্স-আপ বর্ডার গার্ড বাংলাদেশ।

আগামী শুক্রবার সকালে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে ক-গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার খেলবে ঘ-গ্রুপ চ্যাম্পিয়ন বান্দরবান ক্রীড়া সংস্থার সাথে। দ্বিতীয় সেমিফাইনালে খ-গ্রুপ চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিপক্ষ গ-গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। ৩১ মে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল।

দ্বিতীয় পর্বের খেলায় বুধবার জয় তুলে নিয়েছে সুনামগঞ্জ জেলা কড়া সংস্থা, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার সুনামগঞ্জ ৩৬-১৭ গোলে হারিয়েছে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে সুনামগঞ্জ ১৪-১১ গোলে এগিয়ে ছিল। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ২৬-১৩ গোলে হারিয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ১২-০৫ গোলে নারায়ণগঞ্জ এগিয়ে ছিল।

বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৪৪-০৮ গোলে হারিয়েছে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ২৩-০৬ গোলে এগিয়ে ছিল পুলিশ। বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ২৪-২০ গোলে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। প্রথমার্ধে ১১-১০ গোলে এগিয়ে ছিল বান্দরবান। পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৪৫-২০ গোলে হারিয়েছে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ২১-০৯ গোলে এগিয়ে ছিল পঞ্চগড়। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ৩৬-১৭ গোলে হারিয়েছে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ১৪-১১ গোলে এগিয়ে ছিল সুনামগঞ্জ। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ৩৭-১৪ গোলে হারিয়েছে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ২৪-০৯ গোলে এগিয়ে ছিল কুষ্টিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০