হার দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২২:৫৭ আপডেট: : ২৯ মে ২০২৫, ০০:৩৪

ঢাকা, ২৮ মে ২০২৫ (বাসস) : ব্যাটিং-বোলিং ব্যর্থতায় হার দিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। আজ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরেছে টাইগাররা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। জবাবে ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এই হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল লিটন দাসের দল।

আজ লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই বোলার মাহেদি হাসান ও শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় বলে ওপেনার সাইম আইয়ুবকে খালি হাতে বিদায় করেন স্পিনার মাহেদি।

পরের ওভারে আরেক ওপেনার ফখর জামানকে ১ রানে আউট করেন পেসার শরিফুল। জামানকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ উইকেট পূর্ণ করেন শরিফুল।

৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়া পাকিস্তানকে লড়াইয়ে ফেরান উইকেটরক্ষক মোহাম্মদ হারিস ও অধিনায়ক সালমান আগা। ৩১ বলে ৪৮ রানের জুটি গড়েন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ৩১ রান করা হারিসকে থামিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম হাসান।

দলীয় ৫৩ রানে হারিস ফেরার পর হাসান নাওয়াজকে নিয়ে দলের রানের চাকা দ্রুত ঘুড়িয়েছেন সালমান। মাত্র ২৬ বলে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন তারা। এসময় ২৯ বলে হাফ-সেঞ্চুরির দেখা পান সালমান। ১২তম ওভারে সালমানকে শিকার করে জুটি ভাঙ্গেন পেসার হাসান মাহমুদ। ৮টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ৫৬ রান করেন সালমান। চতুর্থ উইকেটে হাসান ও সালমান ৩৪ বলে ৬৫ রানের জুটি গড়েন।

এরপর হাসান ২২ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ২২ বলে ৪৪ এবং খুশদিল শাহ ৫ রানে থামলে, পাকিস্তানকে ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ এনে দিয়েছেন শাদাব খান। ৫টি চার ও ২টি ছক্কায় ২৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেন শাদাব।

৩২ রানে ২ উইকেট নেন শরিফুল। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মাহেদি-হাসান-তানজিম-রিশাদ হোসেন ও শামিম হোসেন।

জবাবে ওপেনার পারভেজ হোসেন ব্যক্তিগত ৪ রানে ফিরলেও, বাংলাদেশের রানের চাকা সচল রাখেন তানজিদ হাসান। কিন্তু ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩১ রানে থামেন তানজিদ।

৩৭ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর বাংলাদেশকে লড়াইয়ে রাখেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটনের মারমুখী ব্যাটিংয়ে ১২তম ওভারে ১শ পায় বাংলাদেশ। কিন্তু হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৪৮ রানে আউট হন লিটন। ৩০ বল খেলে ১টি চার ও ৩টি ছক্কা মারেন লিটন।

দলীয় ১শ রানে লিটন ফেরার পর দ্রুত ৩ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। পাঁচ নম্বরে নামা জাকের আলির ২১ বলে ৩৬ রানে হারের ব্যবধান কমাতে পারে টাইগাররা। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। পাকিস্তানের হাসান আলি ৩০ রানে ৫ উইকেট নেন।

আগামী ৩০ মে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

বাসস/এএমটি/০০২৫/-নীহা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০