পাঞ্জাবকে হারিয়ে ৯ বছর পর ফাইনালে কোহলির ব্যাঙ্গালুরু

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৫:৪৯

ঢাকা, ৩০ মে ২০২৫ (বাসস) : নয় বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

গতরাতে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে ব্যাঙ্গালুরু ৮ উইকেটে হারিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসকে। এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএলের ফাইনাল খেলেছে ব্যাঙ্গালুরু। তবে একবারও শিরোপা জিততে পারেনি ।

মুল্লানপুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরুর বোলারদের তোপের মুখে পড়ে পাওয়ার প্লেতে ৪৮ রানে ৪ উইকেট হারায় পাঞ্জাব। এরপর দলীয় ৭৮ রানে অষ্টম উইকেট পতনে ১শর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে তারা। শেষ পর্যন্ত কোন মতে তিন অঙ্কে পা রেখে ১৪ দশমিক ১ ওভারে ১০১ রানে অলআউট হয় পাঞ্জাব।

দলের পক্ষে মার্কাস স্টয়নিস সর্বোচ্চ ২৬, প্রভসিমরান সিং ও আজমতুল্লাহ ওমরজাই ১৮ রান করে করেন। ব্যাঙ্গালুরুর  জশ হ্যাজেলউড ও সুয়াশ শর্মা ৩টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার ফিল জ্যাকসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ১০ ওভারেই ১০২ রানের টার্গেট স্পর্শ করে  ব্যাঙ্গালুরু। ৬টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন জ্যাকস। এছাড়া বিরাট কোহলি ১২, মায়াঙ্ক আগারওয়াল ১৯ ও অধিনায়ক রজত পাতিদার অপরাজিত ১৫ রান করেন।

এই হারের পরও ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি পাঞ্জাবের। আজ গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে ১ জুন দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলবে পাঞ্জাব। সেই ম্যাচের জয়ী দল ৩ জুন ফাইনালে ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০