রেকর্ড জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু ইংল্যান্ডের

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৫:৫৭

ঢাকা, ৩০ মে ২০২৫ (বাসস) : ব্যাটারদের পর বোলারদের দুর্দান্ত নৈপুন্যে রেকর্ড জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড।

গতরাতে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ২৩৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এর মাধ্যমে টানা সাত ওয়ানডেতে হারের পর জয়ের দেখা পেল ২০১৯ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড।

রান বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এটিই সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের। নিজেদের ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় ইংলিশদের।

বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কোন  ব্যাটারের সেঞ্চুরি ছাড়াই ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান করে ইংল্যান্ড। ওয়ানডেতে এই নিয়ে ষষ্ঠবার ৪শ রান করল ইংলিশরা। তবে এই প্রথম সেঞ্চুরি ছাড়া কোনো দল ৪শ রান করার নজির গড়ল।

ইংল্যান্ডের হয়ে চার ব্যাটার হাফ-সেঞ্চুরি করেছেন। ৮টি চার ও ৫টি ছক্কায় ৫৩ বলে সর্বোচ্চ ৮২ রান করেন জ্যাকব বেথেল। এছাড়া বেন ডাকেট ৬০, অধিনায়ক হ্যারি ব্রুক ৫৮ ও জো রুট ৫৭ রান করেন।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস ৮৪ রানে ৪ উইকেট নেন।

৪০১ রানের টার্গেটে খেলতে নেমে ইংল্যান্ডের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে  না পারলে  ২৬ দশমিক ২ ওভারে ১৬২ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। দলের কেউই ৩০ রানের কোটা স্পর্শ করতে পারেননি।

সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেন শেষ ব্যাটার সিলেস। এছাড়া অধিনায়ক শাই হোপ ২৫, কেসি কার্টি ২২ ও গুদাকেশ মোতি ১৮ রান করেন।

ইংল্যান্ডের পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। এরমধ্যে ৩টি করে উইকেট নেন সাকিব মাহমুদ ও জেমি ওভারটন।

ফিল্ডার হিসেবে এ ম্যাচে পাঁচ ক্যাচ নিয়েছেন ব্রুক। ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ ক্যাচ নেওয়া দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের রেকর্ড স্পর্শ করেন ব্রুক। ম্যাচ সেরা হন বেথেল।

আগামী পহেলা জুন সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০