আমি টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি : আমিনুল

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ২২:৪৫
ফাইল ছবি


ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : অল্প সময়ের মধ্যে ক্রিকেটকে সবার জন্য সার্বজনীন করে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি সভাপতি নির্বাচিত হবার পর আজ সংবাদ সম্মেলনে আমিনুল বলেন, ‘আমরা জানি সময় কম। টেস্ট ম্যাচ পাঁচ দিন, ওয়ানডে সাত ঘণ্টার হয়। আমি এখানে একটি কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি। আমি একটি ভালো টি-টোয়েন্টি ইনিংস খেলব, যা সবার মনে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমি ক্রিকেটকে সহজলভ্য করার চেষ্টা করব, যাতে সবাই খেলতে পারে। আমাদের যেন একটা স্টেটমেন্ট হয় যে, ক্রিকেট সবার জন্য। আমি এমন কাজ শুরু করতে চাই এবং চালিয়ে যেতে চাই।’

গতরাতে পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর এনএসসির কাউন্সিলর ও বোর্ড পরিচালক করে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় আমিনুলকে। 

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল বলেছেন, অভিজ্ঞ পরিচালক ও স্টেকহোল্ডারদের সহায়তায় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবার চেষ্টা করবেন। 

তিনি বলেন, ‘আজ আমি একটি বড় দায়িত্ব পেয়েছি। আমি বিশ্বাস করি, শুধুমাত্র ১১ জন ক্রিকেট খেলবে না, পুরো বাংলাদেশ ক্রিকেট খেলবে।’

দল হিসেবে কাজ করার কথা জানিয়েছেন আমিনুল। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে এবং ক্রিকেটের স্থায়িত্বের জন্য অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মিডিয়াও অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আমরা একটি দল হিসেবে কাজ করব।’

বাংলাদেশের ক্রিকেট উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা আছে বলে জানান আমিনুল, ‘আমরা ২৫ বছর ধরে টেস্ট খেলছি। ভালো পারফর্ম করছি। আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছে। আমাদের নারী দল এশিয়া কাপ জিতেছে। আমরা আরও ভালো করার আশা করতে পারি।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে ভালো করার সম্ভাবনা আছে। তাই আমি টিম ওয়ার্কের উপর জোর দিয়েছি। আমরা সবাই একটি দল, আমরা সবাই বাংলাদেশকে সমর্থন করি। বাংলাদেশের ক্রিকেটকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে আমরা সবাই একসাথে কাজ করবো।’

বিসিবির সভাপতি হিসেবে উন্নতি করার ব্যাপারে আত্মবিশ্বাসী আমিনুল। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, এই মুহূর্তে আমার কাছে দক্ষতা আছে, এটা একটা প্যাকেজ। আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান যেখানে ক্রিকেট খেলা হয় না তেমন জায়গায় কাজ করেছি এবং পাকিস্তান-ভারতেও খেলা হয়, তাদের সাথেও কাজ করি।’

তিনি আরও বলেন, ‘আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আশা করি ব্যর্থ হব না। আমার অভিজ্ঞতাটা শেয়ার করব বাংলাদেশের সাথে। ক্রিকেটার হিসেবে আমি এখানে বসিনি, আমার যে দায়িত্বটা আছে, সেটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব।’

নিজের পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল আরও বলেন, ‘আমি আমাদের (আইসিসি) অংশীদার দেশগুলির ক্রিকেট থেকে যেভাবে শিখেছি বা কিভাবে একটি উপজেলার একটি ছেলে ক্রিকেট খেলতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে সেভাবে আমি বাংলাদেশকে বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এই দায়িত্বটা আরও ভালো। যেখানে আমাকে হয়তো কম কাজ করতে হবে, অভিজ্ঞ পরিচালকদের সাহায্য নিয়ে বেশি দিকনির্দেশনা দিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০