পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ২৩:২২ আপডেট: : ৩১ মে ২০২৫, ০০:২৩

ঢাকা, ৩০ মে ২০২৫ (বাসস) : ব্যাটিং-বোলিং ব্যর্থতায় এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। 

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৩৭ রানে হেরেছিল টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ হারের স্বাদ পেল লিটন দাসের দল। 

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। জবাবে ১৯ ওভারে ১৪৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। 

আজ লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৪ রান করে রান আউট হন সাইম আইয়ুব।

এরপর বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন আরেক ওপেনার শাহিবজাদা ফারহান ও উইকেটরক্ষক মোহাম্মদ হারিস। পাওয়ার প্লেতে ৬৭ ও ১০ম ওভারে দলের রান ১শতে নেন তারা। এসময় ২৯ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি করেন দু’বার জীবন পাওয়া ফারহান।

১১তম ওভারে দলীয় ১১৫ রানে হারিসকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম হাসান। ৪টি চার ও ২টি ছক্কায় ২৫ বলে ৪১ রান করেন হারিস। দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ১০৩ রান যোগ করেন ফারহান ও হারিস।

হারিস ফেরার পর সাজঘরের পথ ধরেন ফারহানও। ৪টি চার ও ৬টি ছক্কায় ৪১ বলে ৭৪ রান করেন তিনি। 

১২১ রানের তৃতীয় উইকেট পতনের পর পাকিস্তানকে বড় সংগ্রহের পথে নিয়ে যান হাসান নাওয়াজ। ইনিংসের শেষ পর্যন্ত খেলে পাকিস্তানকে ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রানের পুঁজি এনে দেন হাসান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ২০১ রান করেছিল পাকিস্তান। ২ চার ও ৩ ছক্কায় ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন হাসান। 

বোলিংয়ে বাংলাদেশের হয়ে হাসান ও তানজিম ২টি করে এবং রিশাদ হোসেন ১ উইকেট নেন।

২০২ রানের টার্গেট মারমুখী মেজাজে শুরু করেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান। প্রথম ওভারে ১৭ ও দ্বিতীয় ওভারে ১৪ রান নেন তিনি।

৩ ওভারে ৩৮ রান আসার পর চতুর্থ ও পঞ্চম ওভারে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ৫টি চার ও ১টি ছক্কায় তানজিদ ১৯ বলে ৩৩ ও পারভেজ হোসেন ৮ রানে আউট হন।

৪৬ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৭ রানে সপ্তম উইকেট পতনে হারের শঙ্কায় পড়ে টাইগাররা। এসময় শততম টি-টোয়েন্টি খেলতে নামা অধিনায়ক লিটন দাস ৬, তাওহিদ হৃদয় ৫, জাকের আলি শূন্য, শামিম হোসেন ৭ ও রিশাদ ১ রান করেন। 

শেষদিকে তানজিমের ৩০ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৫০ রানের কল্যাণে বড় হার এড়াতে পারে বাংলাদেশ। ১৯ ওভারে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। আবরার আহমেদ ৩ উইকেট নেন। 

আগামী ১ জুন একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০