আর্নল্ড চলে যাওয়ায় ফ্রিমপংকে দলে নিল লিভারপুল

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:০১

ঢাকা, ৩১ মে ২০২৫ (বাসস) : বায়ার লেভারকুসেন থেকে জেরেমি ফ্রিমপংকে দলে ভিড়িয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

চুক্তির মেয়াদ কিংবা ফি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কিন্তু ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমের দাবী পাঁচ বছরের চুক্তিতে ৩৫ মিলিয়ন ইউরোতে এ্যানফিল্ডে এসেছেন ফ্রিমপং। 

ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে রিয়াল মাদ্রিদে যোগ দেবার বিষয়টি লিভারপুলের পক্ষ থেকে নিশ্চিত করার ঘন্টাখানেকের মধ্যে ফ্রিমপংয়ের সাথে স্বাক্ষর করে অল রেডসরা। ২৪ বছর বয়সী ডাচ জাতীয় দলের এই উইঙ্গারের রিলিজ ক্লজ ইতোমধ্যেই কার্যকর করে ফেলেছে লিভারপুল।

ইংলিশ ফুল-ব্যাক আলেক্সান্দার-আর্নল্ড চলে যাবার সাথে সাথে লিভারপুল ফ্রিমপংয়ের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে। 

২০২৩/২৪ মৌসুমে বুন্দেসলিগা শিরোপা জেতা লেভারকুসেনের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফ্রিমপং। এবারের মৌসুমে দ্বিতীয় স্থান পাওয়া লেভারকুসেনের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় খেলেছেন ৫৩টি ম্যাচ। 

সম্প্রতি লিভারপুলের সাথে চার বছরের চুক্তি করা নর্দান আয়ারল্যান্ডের ডিফেন্ডার কনর ব্র্যাডলির সাথে রাইট-ব্যাক পজিশনে ফ্রিমপংকে লড়াই করতে হবে। 

ম্যানচেস্টার সিটি যুব দল থেকে উঠে আসা ফ্রিমপং ২০১৯ সালের সেপ্টেম্বরে সেল্টিকের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০২১ সালের জানুয়ারিতে তিনি লেভারকুসেনে যোগ দেন। 

লিভারপুলে একঝাঁক ডাচ খেলোয়াড়দের সাথে এবার মিলিত হলেন ফ্রিমপং। এর মধ্যে কোচ আর্নে স্লটের সাথে রয়েছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক, কোডি গাকপো ও রায়ান গ্র্যাভেনবার্চ। 

ফ্রিমপংয়ের সাবেক সতীর্থ ফ্লোরিয়ান রিটজকে দলভূক্ত করার জন্য লিভারপুল লেভারকুসেনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে বিভিন্ন রিপোর্টের সূত্রে জানা গেছে লিভারপুল জার্মান এই মিডফিল্ডারকে দলে নিতে ১০৯ মিলিয়ন ব্যয় করার প্রস্তাব দিয়েছে। শেষ পর্যন্ত এই চুক্তির পরিমান নিশ্চিত হলে লিভারপুল ক্লাবের ইতিহাসে এটি হবে সবচেয়ে দামী চুক্তি। 

রিটজ এবারের মৌসুমে ৩২টি বুন্দেসলিগা ম্যাচ খেলে ১০ গোল করেছেন। ২০২০ সালে কোলন থেকে মাত্র ১৭ বছর বয়সে লেভারকুসেনে অভিষেক হয়ে ১৯৭ ম্যাচে রিটজ করেছেন ৫৭ গোল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০