এসি মিলানের কোচ হিসেবে নিয়োগ পেলেন আলেগ্রি

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:১১

ঢাকা, ৩১ মে ২০২৫ (বাসস) : প্রধান কোচ হিসেবে আবারো মাসিমিলিয়ানো আলেগ্রিকে ফিরিয়ে এনেছে সিরি-এ লিগে বাজে মৌসুম কাটানো এসি মিলান।

সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা হতাশা ভুলে আবারো নিজেদের আধিপত্য ফিরিয়ে আনতেই আলেগ্রির উপর আস্থা রেখেছে।

মাত্র পাঁচ মাসের মধ্যে সান সিরো থেকে সার্জিও কোনসেইকাওকে বরখাস্ত করার ঘন্টাখানেকের মধ্যে আলেগ্রির নাম নতুন কোচ হিসেবে ঘোষনা করেছে মিলান। 

চুক্তির বিস্তারিত জানায়নি মিলান। কিন্তু ইতালিয়ান গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গেছে আলেগ্রি পাঁচ মিলিয়ণ ইউরাতে দুই বছরের জন্য চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী আরো দুই বছর মেয়াদ বাড়ানোর শর্ত রয়েছে। 

এক বছরে মিলানের চতুর্থ কোচ হিসেবে নিয়োগ পেলেন আলেগ্রি। সদ্য সমাপ্ত সিরি-এ লিগে মিলানের অবস্থান ছিল অষ্টম। এ কারনে ইউরোপীয়ান ফুটবলের কোন আসরেই আগামী মৌসুমে খেলার সুযোগ হয়নি মিলানের। ৫৭ বছর বয়সী আলেগ্রির অধীনে ২০১১ সালে মিলান সিরি-এ লিগ শিরোপা জিতেছিল। ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে সেটাই ছিল আলেগ্রির মেয়াদের প্রথম বছর। 

গত বছর মে মাসে মিলানের প্রতিদ্বন্দ্বী জুভেন্টাস থেকে বরখাস্ত হয়েছিলেন আলেগ্রি। 

ইন্টার মিলান ও ল্যাজিওর সাবেক খেলোয়াড় কনসেইকাও ডিসেম্বরে পাওলো ফনসেকার স্থানে আগামী বছর পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেছিলেন। ৫০ বছর বয়সী এই কোচ জানুয়ারিতে মিলানকে ইতালিয়ান সুপার কাপের শিরোপা উপহার দিয়ে নিজেকে প্রমান করেছিলেন। কিন্তু পরবর্তীতে মিলান চ্যাম্পিয়ন্স লিগের জায়গা হারানোর পাশাপাশি ইতালিয়ান কাপের ফাইনালে বোলোনিয়ার কাছে হেরে যায়। তার অধীনে মিলান ৩১ ম্যাচের ১৬টিতে জয়ী হয়েছে। এর মধ্যে লিগে ১১টি জয়, সাতটি পরাজয় ও তিনটিতে ড্র রয়েছে। 

আলেগ্রির আগমনের সাথে বেশ কিছু সিরি-এ ক্লাব তাদের কোচ পরিবর্তনের ঘোষনা দিয়েছে। শুক্রবার তড়িঘড়ি করে ল্যাজিও ও ফিওরেন্টিনা মার্কো বারোনি ও রাফায়েল পালাডিনোকে বিদায়ের কথা জানিয়েছে। এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মত ক্লডিও রানেইরি রোমা ছেড়ে যাবার ঘোষনা দিয়েছেন।

রোমার নতুন কোচ হিসেবে জিয়ান পিয়েরো গাসপেরিনিকে নিয়োগ দেবার গুঞ্জন রয়েছে। 

এদিকে সৌদি পেশাদার লিগে আল-হিলালের কাছ থেকে সিমোনে ইনজাগির লোভনীয় প্রস্তাব পাবার আলোচনা উঠেছে। চ্যাম্পিয়ন নাপোলি অবশ্য শেষ পর্যন্ত এন্টোনিও কন্টেকে ধরে রাখতে সমর্থ হয়েছে। জুভেন্টাস থেকে ইগর টুডোরের বিদায় প্রায় নিশ্চিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০