গুজরাটকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুম্বাই

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৮:২২

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : গুজরাট টাইটান্সকে বিদায় করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

গতরাতে টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে মুম্বাই ২০ রানে হারিয়েছে গুজরাটকে। এই হারে এবারের আইপিএল থেকে বিদায় নিল গুজরাট। আগামীকাল  ১ জুন দ্বিতীয় কোয়ালিফাইয়ারে পাঞ্জাব কিংসের মুখোমুখি মুম্বাই। ঐ ম্যাচের জয়ী দল ৩ জুন ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফাইয়ারে ব্যাঙ্গালুরুর কাছে ৮ উইকেটে হেরেছিল পাঞ্জাব।

চন্ডিগড়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৮৪ রানের সূচনা করেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও জনি বেয়ারস্টো। জুটিতে ৪টি চার ও ৩টি ছক্কায় ২২ বলে ৪৭ রান করেন বেয়ারস্টো।

এরপর দ্বিতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে ৩৪ বলে ৫৯ এবং তিলক ভার্মার সাথে ২২ বলে ৪৩ রানের জুটি গড়ে মুম্বাইয়ের বড় সংগ্রহে পথ তৈরি করেন রোহিত। সূর্য ২০ বলে ৩৩ ও তিলক ১১ বলে ২৫ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন রোহিত। ১৭তম ওভারে দলীয় ১৮৬ রানে আউট হন রোহিত। ৯টি চার ও ৪টি ছক্কায় ৫০ বলে ৮১ রানের ইনিংস খেলেন তিনি।

শেষ দিকে অধিনায়ক হার্ডিক পান্ডিয়ার ৩ ছক্কায় ৯ বলে অনবদ্য ২২ রানে ২০ ওভারে ৫ উইকেটে ২২৮ রানের বড় সংগ্রহ পায় মুম্বাই। গুজরাটের প্রসিধ কৃষ্ণা ও সাই কিশোর ২টি করে উইকেট নেন।
জবাবে ইনফর্ম ওপেনার সাই সুদর্শনের ঝড়ো ব্যাটিংয়ে জয়ে পথে টিকে ছিল গুজরাট। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৩৪ বলে ৬৪ ও তৃতীয় উইকেটে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৪৪ বলে ৮৪ রান যোগ করেন সুদর্শন।

মেন্ডিস ২০ ও সুন্দর ২৪ বলে ৪৮ রানে আউট হলেও গুজরাটের রানের চাকা সচল সুদর্শন। ১০ চার ও ১ ছক্কায় ৪৯ বলে সুদর্শন ৮০ রানে আউট হলে, গুজরাটকে জয়ের বন্দরে নিতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান করে গুজরাট। মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ড ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন রোহিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০