বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ দিয়েই কনকাশন নিয়মে পরিবর্তন

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৮:৩৪ আপডেট: : ৩১ মে ২০২৫, ১৮:৪১

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : আগামী মাসে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার  সিরিজ দিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই কনকাশন নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

জুন থেকে টেস্ট ক্রিকেটে এবং জুলাই থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কনকাশনের নতুন নিয়ম কার্যকর হবে।
কনকাশনের বর্তমান নিয়ম অনুসারে, কোন খেলোয়াড় মাথায় আঘাত পেলে ঐ খেলোয়াড়ের জায়গায় ঐরকম খেলোয়াড়কেই নামানো যাবে। অর্থাৎ ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলার এবং উইকেটরক্ষকের জায়গায় উইকেটরক্ষকই।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে একাদশের পাশাপাশি কনকাশন বিকল্প হতে পারে এমন পাঁচজনের আলাদা তালিকা ম্যাচ রেফারিকে দিতে হবে। সেই তালিকায় থাকবে একজন ব্যাটার, একজন উইকেটরক্ষক, একজন পেসার, একজন স্পিনার ও একজন অলরাউন্ডার।

বিকল্প তালিকায় না থাকা কোনো খেলোয়াড়কে কনকাশন খেলোয়াড় হিসেবে নেওয়া যাবে না। তবে বিকল্প খেলোয়াড়ও মাথায় আঘাত পান, তাহলে ম্যাচ রেফারি নতুন খেলোয়াড় অনুমোদন দিতে পারবেন।

টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের চতুর্থ চক্র থেকে টেস্টে কনকাশনের নতুন নিয়ম কার্যকর হবে। আগামী ১৭ জুন থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে কনকাশনের নতুন নিয়ম শুরু হবে। ২ জুলাই থেকে ওয়ানডে এবং ১০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

কনকাশন বদলি নিয়মে পরিবর্তনের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে নতুন বল ব্যবহারেও পরিবর্তন এনেছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের প্রথম ১ থেকে ৩৪ ওভার পর্যন্ত দু’টি নতুন বলে খেলা হবে। তবে ৩৫তম ওভার থেকে ৫০তম ওভার পর্যন্ত ফিল্ডিং দল ঐ দুই বলের মধ্যে থেকে একটি বল নির্বাচন করবে। ঐ বল দিয়ে বাকি ওভার খেলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০