বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ দিয়েই কনকাশন নিয়মে পরিবর্তন

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৮:৩৪ আপডেট: : ৩১ মে ২০২৫, ১৮:৪১

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : আগামী মাসে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার  সিরিজ দিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই কনকাশন নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

জুন থেকে টেস্ট ক্রিকেটে এবং জুলাই থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কনকাশনের নতুন নিয়ম কার্যকর হবে।
কনকাশনের বর্তমান নিয়ম অনুসারে, কোন খেলোয়াড় মাথায় আঘাত পেলে ঐ খেলোয়াড়ের জায়গায় ঐরকম খেলোয়াড়কেই নামানো যাবে। অর্থাৎ ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলার এবং উইকেটরক্ষকের জায়গায় উইকেটরক্ষকই।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে একাদশের পাশাপাশি কনকাশন বিকল্প হতে পারে এমন পাঁচজনের আলাদা তালিকা ম্যাচ রেফারিকে দিতে হবে। সেই তালিকায় থাকবে একজন ব্যাটার, একজন উইকেটরক্ষক, একজন পেসার, একজন স্পিনার ও একজন অলরাউন্ডার।

বিকল্প তালিকায় না থাকা কোনো খেলোয়াড়কে কনকাশন খেলোয়াড় হিসেবে নেওয়া যাবে না। তবে বিকল্প খেলোয়াড়ও মাথায় আঘাত পান, তাহলে ম্যাচ রেফারি নতুন খেলোয়াড় অনুমোদন দিতে পারবেন।

টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের চতুর্থ চক্র থেকে টেস্টে কনকাশনের নতুন নিয়ম কার্যকর হবে। আগামী ১৭ জুন থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে কনকাশনের নতুন নিয়ম শুরু হবে। ২ জুলাই থেকে ওয়ানডে এবং ১০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

কনকাশন বদলি নিয়মে পরিবর্তনের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে নতুন বল ব্যবহারেও পরিবর্তন এনেছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের প্রথম ১ থেকে ৩৪ ওভার পর্যন্ত দু’টি নতুন বলে খেলা হবে। তবে ৩৫তম ওভার থেকে ৫০তম ওভার পর্যন্ত ফিল্ডিং দল ঐ দুই বলের মধ্যে থেকে একটি বল নির্বাচন করবে। ঐ বল দিয়ে বাকি ওভার খেলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০