তীর ৭ম জাতীয় যুব আরচ্যারীতে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২০:২৯

ঢাকা, ৩১ মে ২০২৫ (বাসস) : বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত তীর ৭ম জাতীয় যুব আরচ্যারী চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। 

গাজীপুরের টঙ্গিস্থ আরচ্যারী ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিকেএসপি ২১টি ইভেন্টের মধ্যে ১৯টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ মেডেল লাভ করে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ আনসার ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ মেডেল জয়লাভ করে ১ম রানার্স-আপ এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ মেডেল লাভ করে ২য় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া বিকেএসপি আরচ্যারী ক্লাব ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ মেডেল লাভ করে ৪র্থ, আর্মি আরচ্যারী এসোসিয়েশন ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ মেডেল নিয়ে ৫ম, বাংলাদেশ বিমান বাহিনী ৩টি ব্রোঞ্জ মেডেল নিয়ে ৬ষ্ঠ এবং গোমতী আরচ্যারী ক্লাব, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চুয়াডাঙ্গা আরচ্যারী ক্লাব ১টি করে ব্রোঞ্জ মেডেল লাভ করে ৭ম হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার (মেডেল ও ট্রফি) বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি ড. মো: মোখলেস উর রহমান। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা (অব:), মালিক মোহাম্মদ সাইয়িদ, কোষাধ্যক্ষ এ কে এম শাহিদুজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও চ্যাম্পিয়নশিপের টিডি (টেকনিক্যাল ডেলিগেট),বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, স্পন্সর প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়েত আহমেদসহ জাতীয় দলের প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডরিক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০