কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল রোববার

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২১:৫২

ঢাকা, ৩১ মে ২০২৫ (বাসস) : কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আগামীকাল রোববার পল্টন মাঠে অনুষ্ঠিত হবে। দিনের প্রথম সেমিফাইনালে সকাল ৯টায় মুখোমুখি হবে এটিএন বাংলা ও দেশ টিভি। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ঢাকা ট্রিবিউন ও দৈনিক যুগান্তর। সেমিফাইনাল ম্যাচের বিজয়ীরা সকাল ১১টায় ফাইনাল ম্যাচ খেলবে। 

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার পল্টন মাঠে চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর হারিয়েছে প্রথম আলোকে। নির্ধারিত সময়ের খেলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় যুগান্তর। যুগান্তরের গোলরক্ষক একে সালমান ম্যাচ সেরা নির্বাচিত হন।

এটিএন বাংলা ও এখন টিভির মধ্যকার ম্যাচটিও টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে এটিএন বাংলা। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আদদ্বীন সজীব। 

গতবারের ফাইনালিস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে হারিয়েছে দেশ টিভি। ১-০ গোলের জয়ে শেষ চারে জায়গা পায় দেশ টিভি। একমাত্র গোলটি করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইউসুফ। আরেক কোয়ার্টার ফাইনালে ঢাকা ট্রিবিউন জয় পেয়েছে চ্যানেল আইয়ের বিপক্ষে। ম্যাচের শেষ মিনিটে গোল করে দলকে জেতান ঢাকা ট্রিবিউনের অধিনায়ক ফজলে রাব্বি মুন।

ম্যাচগুলোতে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার জসীমউদ্দিন আহমেদ জোসি, জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০