প্রথম শিরোপা জয়ে পিএসজিকে এমবাপ্পে, নেইমারের অভিনন্দন

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৯:০১

ঢাকা, ১ জুন ২০২৫ (বাসস) : সাবেক ক্লাব পিএসজির প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে অভিনন্দন জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার।

শনিবার মিউনিখের ফাইনালে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মত ইউরোপীয়ান সর্বোচ্চ আসরের শিরোপা জেতার কৃতিত্ব দেখায় পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফাইনালে এত বড় ব্যবধানে কোন দল কখনো জিতেনি।

ফরাশি তারকা এমবাপ্পে পার্ক ডি প্রিন্সেস ছেড়ে রিয়াল মাদ্রিদে যাবার প্রথম মৌসুমেই পিএসজি মর্যাদাকর ইউরোপীয়ান শিরোপা জিতলো। কাল ফাইনাল শেষে এমবাপ্পে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেছেন, ‘ফুটবলের সবচেয়ে বড় দিন অবশেষে আসলো। জয় এসেছে, আর সেটা পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায়। অভিনন্দন, পিএসজি।

পিএসজির জার্সিতে ছয় মৌসুমে এমবাপ্পে ছয়টি লিগ ওয়ান শিরোপা ছাড়াও চারটি কোপা ডি ফ্রান্স ও দুটি কোপা ডে লা লিগা শিরোপা জিতেছেন। কিন্তু বহুল প্রতিক্ষিত ইউরোপীয়ান শিরোপা জিততে পারেননি। 

রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমে এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জন্য মরিয়া থাকলেও কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। 

পিএসজি ছাড়ার পর থেকে ক্লাবের সাথে কিছু আইনি জটিলতায় জড়িয়ে পড়েন এমবাপ্পে। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড দাবী জানিয়েছিলেন পিএসজির কাছে তার ৫৫ মিলিয়ন ইউরো বেতন বকেয়া রয়েছে। 

এদিকে নেইমারও পিএসজিতে ছয় মৌসুম কাটিয়েছেন। ফরাশি জায়ান্টদের জার্সি গায়ে করেছেন ৮২ গোল। 

কাল ফাইনাল শেষে সহজ ভাষায় নেইমার লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি।’ এর সাথে ইনস্টাগ্রাম পোস্টে পাঁচটি হাততালির ইমোজিও দিয়েছেন। 

ইউরোপীয়ান সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা জিততে পিএসজি দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে। ২০১১ সালে কাতারের মালিকের হাতে ক্লাব চলে যাবার পর অর্থের কোন অভাব হয়নি। এ কারনে এমবাপ্পে, নেইমার ও লিওনেল মেসির মত সুপারস্টারদের বিপুল অর্থ ব্যয় করে দলে ভিড়িয়েছিল পিএসজি। এর পিছনে একটিমাত্র লক্ষ্য ছিল, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ২০২০ সালে লিসবনে বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে পরাজিত হয়ে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। এবার আর কোন ভুল করেনি লুইস এনরিকের তারুণ্যনির্ভর দল। 

বাসস/নীহা/১৮৫৫/-নীহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০