হাত দিয়ে গোল করে লাল কার্ড পেলেন নেইমার

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৬:১৭
ব্রাজিলিয়ান সিরি-এ লিগে বোটাফোগোর বিপক্ষে রোববার হাত দিয়ে গোল করে লাল কার্ড পেয়েছেন নেইমার -ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জুন ২০২৫ (বাসস) : ব্রাজিলিয়ান সিরি-এ লিগে বোটাফোগোর বিপক্ষে রোববার হাত দিয়ে গোল করে লাল কার্ড পেয়েছেন নেইমার। ম্যাচের ৭৬ মিনিটে নেইমার লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হন। ঐ সময় পর্যন্ত ম্যাচটি গোলশুন্য ড্র ছিল। শেষ পর্যন্ত ৮৬ মিনিটে এ্যাটাকার আর্থারের গোলে বোটাফোগো ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

পেনাল্টি এরিয়ায় একটি ফিরতি বল হাত দিয়ে জালে প্রবেশ করে নেইমার সমালোচনার জন্ম দিয়েছেন। গোলের পরপরই বোটাফোগোর ক্ষিপ্ত খেলোয়াড়রা নেইমারকে ঘিড়ে ধরে।

এসময় রেফারি নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। গত মাসেই ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন নেইমার। সম্ভবত এটাই সান্তোসের হয়ে নেইমারের ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে।

ম্যাচ শেষে অবশ্য ৩৩ বছর বয়সী বার্সেলোনা ও পিএসজির সাবেক এই এ্যাটাকার তার ক্লাব ও ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নেইমার লিখেছেন, ‘আমি একটি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও। আজ যদি আমি মাঠের বাইরে না যেতাম তবে আমি নিশ্চিত দল তিন পয়েন্ট নিয়ে মাঠ থেকে বের হতো। এই তিন পয়েন্ট তোমরা আমার বিরুদ্ধে লিখে রাখতে পারো।’

সৌদি পেশাদার ক্লাব আল-হিলাল ছেড়ে জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার। ৩০ জুন পর্যন্ত তার সাথে ব্রাজিলিয়ান ক্লাবটির চুক্তি হয়।

লাল কার্ডের কারনে বৃহস্পতিবার ফোরতালেজার বিরুদ্ধে সান্তোসের পরবর্তী ম্যাচে নেইমার খেলতে পারছেন না। এর অর্থ হচ্ছে ক্লাবের সাথে চুক্তি নবায়ন সাপেক্ষে জুলাইয়ে পুনরায় শুরু লিগে নেইমার খেলতে পারবেন। ক্লাব বিশ্বকাপের কারনে প্রায় একমাস সিরি-এ লিগের ম্যাচ বন্ধ থাকবে।

১১ ম্যাচে সাতটিতে পরাজিত হয়ে সান্তোস বর্তমানে লিগ টেবিলের ১৮তম স্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দারফুরে হাসপাতালে হামলায় নিহত ১
চট্টগ্রামে ট্রাকের চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু
১৫ লাখ মানুষের ভোগান্তির নাম পটুয়াখালী-বাউফল আঞ্চলিক সড়ক 
কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেফতার
কুমিল্লায় শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন
ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত কমিটি বাতিল : নতুন নির্বাচন করতে হাইকোর্ট আদেশ
ওমরাহযাত্রীসহ আন্তর্জাতিক ফ্লাইটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা সৌদিয়া’র
চীন-ভারতের পুনরায় সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত
দেশি মাছের প্রজাতি রক্ষা করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
১০