ওয়ানডে থেকে অবসরের ঘোষণা ম্যাক্সওয়েলের

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৬:৩৫
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল -ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জুন ২০২৫ (বাসস) : ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।  

২০১২ সালে শারজাহ’তে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। এরপর ১৪৯ ওয়ানডে খেলেছেন তিনি। ১৩৬ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরিতে ৩৩.৮১ গড়ে ৩৯৯০ রান করেছেন ৩৬ বছর বয়সী ম্যাক্সওয়েল।

ওয়ানডে ম্যাচ খেলার জন্য শরীর সাড়া দিচ্ছে না বলে মনে করেন ম্যাক্সওয়েল। তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘আমার মনে হচ্ছে, কন্ডিশন অনুযায়ী আমার শরীর যেভাবে সাড়া দিচ্ছে, তাতে আমি দলকে হতাশ করছি। প্রধান নির্বাচক জর্জ বেইলির সাথে আমার আলোচনা হয়েছে এবং তার কাছে ভবিষ্যতের পরিকল্পনা জানতে চেয়েছিলাম। আমরা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে কথা বলেছি। আমি তাকে বলেছি, মনে হয় না ঐ বিশ্বকাপে আমি খেলতে পারব। তাই এখনই সময় আমার জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়া এবং ঐ জায়গা পাকাপোক্ত করার জন্য তাকে সময় দেওয়া।’

ওয়ানডেতে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট ১২৬.৭০। যা ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৫৬ ম্যাচে রাসেলের স্ট্রাইক রেট ১৩০.২২।  

২০১৫ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল। এরমধ্যে ২০২৩ বিশ্বকাপে মহাকাব্যিক ইনিংস খেলেছেন তিনি। ২৯২ রান তাড়া করতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ডাবল-সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটের জয় এনে দেন ম্যাক্সওয়েল। ২০১ রানে অপরাজিত থাকেন তিনি।

বল হাতেও দলের প্রয়োজনে নিজের সেরাটা দিয়েছেন ম্যাক্সওয়েল। বেশিরভাগ সময়ই দলকে ব্রেক-থ্রু এনে দিয়েছেন তিনি। ১১৯ ইনিংসে ৭৭ উইকেট শিকার করেছেন অফ-স্পিনার ম্যাক্সি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০