আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ক্লাসেন

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৮:১৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ক্লাসেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জুন ২০২৫ (বাসস) : হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হেনরিচ ক্লাসেন।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের ঘোষণা দেন ক্লাসেন। ৩৩ বছর বয়সী ক্লাসেন লিখেন, ‘আমার জন্য এটা দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ভবিষ্যতে আমার এবং পরিবারের জন্য যা ভাল হতে পারে সেই সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। এটা সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তবে এখন আমি পুরোপুরি স্বস্তিতে আছি।’

তিনি আরও লিখেন, ‘ক্যারিয়ারের প্রথম দিন থেকেই দেশকে প্রতিনিধিত্ব করা সবচেয়ে বড় সম্মানের ছিল। যা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি। আমি দারুণ সব বন্ধু পেয়েছি এবং অনেক সর্ম্পক তৈরি করেছি যেগুলো আমি সারাজীবন মনে রাখব। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুবাদে অসাধারণ সব মানুষদের সাথে পরিচিত হবার সুযোগ পেয়েছি। যারা আমার জীবন বদলে দিয়েছে এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। দক্ষিণ আফ্রিকার জার্সি পরার পথটা আমার জন্য ভিন্ন ছিল এবং কিছু কোচ ছিলেন যারা আমার ওপর সবসময় বিশ্বাস রেখেছেন। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।’

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্লাসেনের। এ বছরের মার্চে লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল।

জাতীয় দলের জার্সিতে ৪ টেস্টে ১০৪ রান, ৬০ ওয়ানডেতে ২১৪১ রান ও ৫৮টি টি-টোয়েন্টিতে ১ হাজার রান করেছেন ক্লাসেন। শুধুমাত্র ওয়ানডেতেই ৪টি সেঞ্চুরি আছে তার।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছেন ক্লাসেন। ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৪১.৪৪ গড় ও ১৩৩.২১ স্ট্রাইক রেটে ৩৭৩ রান করেছিলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৯০ রান করেন ক্লাসেন। ফাইনালে ভারতের বিপক্ষে ২৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেও প্রোটিয়াদের শিরোপার স্বাদ দিতে পারেননি এই ডান-হাতি ব্যাটার।

আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন ক্লাসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০