হতাশাজনক পারফরমেন্সের জন্য দুঃখপ্রকাশ লিটনের

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৮:৫১
সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারের জন্য ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস -ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জুন ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারের জন্য ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। 

সংযুক্ত আরব আমিরাত সিরিজ দিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন লিটন। কিন্তু আইসিসি সহযোগী দেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে টাইগাররা।

এরপর পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পারে বাংলাদেশ। 

সাম্প্রতিক বাজে পারফরমেন্সে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দশম স্থানে নেমে গেছে বাংলাদেশ। গতকাল তৃতীয় ম্যাচ শেষে লিটন বলেন, ‘বাংলাদেশি সমর্থকদের কাছে আমি সত্যিই দুঃখিত। আমরা একটি ম্যাচও জিততে পারিনি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াব।’

তিনি আরও বলেন, ‘আমরা শেষ দুই ম্যাচে ভালো বোলিং এবং ফিল্ডিং করতে পারিনি, কিন্তু এই ম্যাচে ভালো ব্যাটিং করেছি।’

কন্ডিশন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটারদের বিপক্ষে বোলিং করার কৌশল রপ্ত করার উপর জোর দিচ্ছেন লিটন। তিনি বলেন, ‘এটি একটি ভালো উইকেট, কিন্তু প্রতিপক্ষ ব্যাটারকে কিভাবে বোলিং করতে হবে, সেটি আমাদের শেখা দরকার।’

সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৩৭ এবং ৫৭ রানে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জ্বলে উঠে ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে ৬৪ বলে ১১০ রান যোগ করেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান করে টাইগাররা। 

দুই ওপেনারের প্রশংসা করে লিটন বলেন, ‘তানজিদ এবং পারভেজ সত্যিই ভালো ব্যাটিং করেছে। পাশাপাশি অন্যানরাও ভালো করেছে। দর্শকরা অসাধারণ ছিল। তারা দু’দলকেই সমর্থন দিয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০