এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে ঢাকায় হামজা

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৯:২২ আপডেট: : ০২ জুন ২০২৫, ১৯:২৮
ফাইল ছবি

ঢাকা, ২ জুন ২০২৫ (বাসস) : আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলে যোগ দিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরি। 

সকালে ঢাকায় নেমে কয়েক ঘন্টা হোটেলে বিশ্রাম নিয়ে বিকেল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে দলের সাথে অনুশীলনে নেমেছেন হামজা। 

ঢাকায় এটি হামজার প্রথম অনুশীলন। কোচ হেভিয়ের কাবরেরা গতকাল থেকে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। গতকালকের মত আজও ক্লোজ ডোর অনুশীলন করেছে বাংলাদেশ। 

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। ঘরের মাঠে বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন এই ইংলিশ ফুটবলার। দলে তার অন্তর্ভুক্তি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিবে। 

ঘরের মাঠে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে এই তারকা ফুটবলারের খেলা দেখার সুযোগ পাবেন দেশের ফুটবল প্রেমিরা।

এর আগে, গত মার্চে শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। ঐ ম্যাচটি গোলশূন্য ভাবে শেষ হয়েছিল। ঐ ম্যাচে নিজের সেরা পারফরমেন্স দিয়ে নজর কেড়েছিলেন এই তারকা মিডফিল্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০