নারী ওয়ানডে বিশ্বকাপ: ভারতের চার ভেন্যুতে, পাকিস্তানের ম্যাচ কলম্বোতে

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৮:২২

ঢাকা, ৩ জুন ২০২৫ (বাসস) : ভারতে অনুষ্ঠেয় আসন্ন ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ দেশটির চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলংকার মাটিতে। ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে ২ নভেম্বর শেষ হবে বিশ্বকাপ।  

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এক বিবুতিতে একথা জানানো হয়েছে।  

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সমঝোতার ভিত্তিতে ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যকার আইসিসি ইভেন্টের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্ত নেয় ভারত ও পাকিস্তান। তাই ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় নিজেদের ম্যাচগুলো শ্রীলংকায় খেলবে পাকিস্তান। 

ভারতে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম এবং বিশাখাপত্নমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলংকার কলম্বো স্টেডিয়ামে। 

৩০ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠবে। উদ্বোধনী দিনই মাঠে নামবে স্বাগতিক ভারত। কিন্তু ঐ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ কে, সেটি এখনও জানা যায়নি। কারণ এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে সূচি ঘোষণা করা হবে।  

তবে নক আউট পর্বের সূচি ও ভেন্যু জানিয়েছে আইসিসি। দু’টি সেমিফাইনাল হবে ২৯ ও ৩০ অক্টোবর। প্রথম সেমিফাইনাল গুয়াহাটির বা কলম্বোতে এবং দ্বিতীয় সেমি ব্যাঙ্গালুরুতে হবে। ফাইনালের ভেন্যু ব্যাঙ্গালুরু বা কলম্বো। পাকিস্তান সেমিতে বা ফাইনালে উঠলে নক আউট ম্যাচগুলো কলম্বোতে অনুষ্ঠিত হবে। 

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা দলগুলো হচ্ছে- স্বাগতিক ভারত, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা। 

সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত বাছাই পর্ব থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ ও পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
১০