নারী ওয়ানডে বিশ্বকাপ: ভারতের চার ভেন্যুতে, পাকিস্তানের ম্যাচ কলম্বোতে

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৮:২২

ঢাকা, ৩ জুন ২০২৫ (বাসস) : ভারতে অনুষ্ঠেয় আসন্ন ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ দেশটির চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলংকার মাটিতে। ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে ২ নভেম্বর শেষ হবে বিশ্বকাপ।  

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এক বিবুতিতে একথা জানানো হয়েছে।  

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সমঝোতার ভিত্তিতে ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যকার আইসিসি ইভেন্টের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্ত নেয় ভারত ও পাকিস্তান। তাই ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় নিজেদের ম্যাচগুলো শ্রীলংকায় খেলবে পাকিস্তান। 

ভারতে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম এবং বিশাখাপত্নমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলংকার কলম্বো স্টেডিয়ামে। 

৩০ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠবে। উদ্বোধনী দিনই মাঠে নামবে স্বাগতিক ভারত। কিন্তু ঐ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ কে, সেটি এখনও জানা যায়নি। কারণ এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে সূচি ঘোষণা করা হবে।  

তবে নক আউট পর্বের সূচি ও ভেন্যু জানিয়েছে আইসিসি। দু’টি সেমিফাইনাল হবে ২৯ ও ৩০ অক্টোবর। প্রথম সেমিফাইনাল গুয়াহাটির বা কলম্বোতে এবং দ্বিতীয় সেমি ব্যাঙ্গালুরুতে হবে। ফাইনালের ভেন্যু ব্যাঙ্গালুরু বা কলম্বো। পাকিস্তান সেমিতে বা ফাইনালে উঠলে নক আউট ম্যাচগুলো কলম্বোতে অনুষ্ঠিত হবে। 

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা দলগুলো হচ্ছে- স্বাগতিক ভারত, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা। 

সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত বাছাই পর্ব থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ ও পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০