মে মাসের সেরার দৌড়ে আরব আমিরাতের ওয়াসিম

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৯:২৪
আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম -ছবি : সংগৃহী

ঢাকা, ৩ জুন ২০২৫ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ মে  অ্যাওয়ার্ডে  সেরার দৌড়ে আছেন বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের নায়ক সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। 

সেরার লড়াইয়ে ওয়াসিমের প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ডের ব্রান্ডন ম্যাকমুলান ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।  

নারী বিভাগে গত মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন- ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, দক্ষিণ আফ্রিকার ক্লোয়ি টাইরন ও ভারতের জেমিমাহ রদ্রিগেজ।

গত মাসে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন ওয়াসিম। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২এ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচ ওয়ানডেতে দুই হাফ-সেঞ্চুরিতে ১৬৯ রান করেন ওয়াসিম। 

এছাড়া বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে দুই হাফ-সেঞ্চুরিতে ১৪৫ রান করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়াসিম। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জয়ে বড় অবদান রাখেন ওয়াসিম। সিরিজের প্রথম ম্যাচ হারলেও, শেষ দুই ম্যাচ জিতে নেয় আরব আমিরাত। 

গত মাসে আইসিসি বিশ্বকাপ লিগ-২ এ পাঁচ ওয়ানডেতে ১০৭.৮৭ স্ট্রাইক রেট এবং ৫৮.২৫ গড়ে ২৩৩ রান করেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ব্রান্ডন ম্যাকমুলেন। পাশাপাশি বল হাতে ১০ উইকেট নেন তিনি। 

যুক্তরাষ্ট্রের মিলিন্দ গত মাসে চার ওয়ানডেতে ৬৭ গড়ে ২০১ রান করেন। বল হাতে  ৯ উইকেট শিকার করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
১০