জকোভিচের সেঞ্চুরি

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ২০:৫৩

ঢাকা, ৩ জুন ২০২৫ (বাসস) : ফ্রেঞ্চ ওপেন টেনিসের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জয়ের সেঞ্চুরির নজির গড়েছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। 

গতকাল ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে ব্রিটিশ খেলোয়াড় ক্যামেরন নরিকে ৬-২, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেন জকোভিচ। এই জয়ে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রোলা গ্যাঁরোতে শততম ম্যাচ জয়ের নজির গড়েন জকোভিচ।

এর আগে ফ্রেঞ্চ ওপেনে শততম ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন স্পেনের রাফায়েল নাদাল। ১১২ জয় নিয়ে শীর্ষে আছেন নাদাল।

শততম ম্যাচ জয়ের পর জকোভিচ বলেন, ‘এই সংখ্যা অবশ্যই খুবই ভালো ও দারুণ। তবে ১০১ নম্বর জয় পেলে সেটা আরও ভালো হবে।’

ফরাসি ওপেনে চতুর্থ শিরোপা জয়ের মিশনে কোয়ার্টার-ফাইনালে জার্মানির আলেক্সান্দার জেভরেভের মুখোমুখি হবেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জকোভিচ। তিনি বলেন, ‘টুর্নামেন্টে পথচলা এখনও শেষ হয়নি। এখানে আরও ইতিহাস গড়তে চাই। আশা করি, আরও সাফল্য পাব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০