মিডফিল্ডার রেইনডার্সকে মিলান থেকে দলে নিল সিটি

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৮:১৬

ঢাকা, ৪ জুন ২০২৫ (বাসস) : ডাচ মিডফিল্ডার টেইজানি রেইনডার্সকে এসি মিলান থেকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে এটাই সিটির প্রথম বড় চুক্তি। 
২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য প্রিমিয়ার লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নরা ৫৫ মিলিয়ন ইউরো ব্যয় করেছে। পাঁচ বছরের মেয়াদের সাথে আরো এক বছর চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে। 

যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই নেদারল্যান্ডের এই তারকার সাথে চুক্তির সব কার্যাদি সম্পন্ন করতে চায় সিটিজেনরা। 

২০২৩ সালে এজেড আলকমার থেকে এসি মিলানে যোগ দিয়েছিলেন রেইনডার্স। ২০২৫/২৫ মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে করেছেন ১৫ গোল। 

কেভিন ডি ব্রুইনার বিদায়ের পর পেপ গার্দিওলার দলের মধ্যমাঠে রেইনডার্স গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। 

অভিজ্ঞ বেলজিয়ান তারকা গার্দিওলা ক্লাব বিশ্বকাপে সিটির হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সিরি-এ চ্যাম্পিয়ন নাপোলিতে ডি ব্রুইনার যোগ দেবার ব্যপারে জোড় গুঞ্জন রয়েছে। 

এচিলিস অস্ত্রোপচারের কারনে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই ছিটকে পড়েছেন মিডফিল্ডার মাতেও কোভাচিচ। 

পেপ গার্দিওলার দল হতাশাজনক একটি মৌসুম কাটিয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে নামবে। প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া সিটি আট বছরের মধ্যে প্রথম কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করেছে। 

গত সপ্তাহে সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক স্বীকার করেছেন ট্রান্সফার মার্কেটে সম্ভবত এবার তার ক্লাব বেশ আগ্রাসী ভূমিকা পালন করবে। 

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ৩২ দলের বর্ধিত কলেবরের ক্লাব বিশ্বকাপে গার্দিওলার দল অংশ নিতে যাচ্ছে। দুই বছর আগে সৌদি আরবের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল সিটিজেনরা। 

আগামী ১৮ জুন ফিলডেলফিয়ায় মরোক্কান ক্লাব ওয়াইদাদ ক্যাসাব্ল্যাঙ্কার বিপক্ষে সিটি ক্লাব বিশ্বকাপের মিশন শুরু করবে। 

ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য এবার ট্রান্সফার উইন্ডোর সময়সীমা ১০ জুন করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
১০