ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড দলে ফিরলেন ওভারটন, বেথেল

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৭:২৬

ঢাকা, ৫ জুন ২০২৫ (বাসস) : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড দলে ফিরেছেন জেমি ওভারটন, যা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অন্যদিকে জ্যাকব বেথেল ফিরে আসায় দলে জায়গা পাওয়া নিয়ে দু:শ্চিন্তা দেখা দিয়েছে টপ অর্ডারে। 

ইংল্যান্ডের সাদা বলের দলে নিজেকে নিয়মিত করলেও ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছিলেন ওভারটন। ঐ টেস্টে ২ উইকেট নেয়া ছাড়াও ব্যাট হাতে করেছিলেন অপ্রত্যাশিত ৯৭ রান। আগামী ২০ জুন থেকে হেডিংলিতে শুরু হওয়া প্রথম টেস্টের আগে এই অল-রাউন্ডার পুরোপুরি ফিট হয়ে উঠবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে তিনি আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে ৩১ বছর বয়সী ওভারটন প্রতিদিনই মেডিকেল টিমের তত্ববধানে রয়েছেন। 

ওভারটনের সারে সতীর্থ গাস এ্যাটকিনসন গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। সেই ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারেননি এ্যাটকিনসন। 

ইনজুরি সমস্যায় মৌসুমের প্রথম ভাগ মিস করা দুই পেসার ক্রিস ওকস ও ব্রাইডন কার্সকে দলে ফিরিয়েছে ইংল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া স্যাম কুকও দলে জায়গা ধরে রেখেছেন। 

এদিকে ভারতীয় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দায়িত্ব শেষে দলে ফিরেছেন উদীয়মান ক্রিকেটার বেথেল। ২১ বছর বয়সী এই ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে নভেম্বর-ডিসেম্বরে অভিষিক্ত হবার পর ঐ সিরিজে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫২ গড়ে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন।

বেথেলের দলভূক্তিতে সহ-অধিনায়ক ওলি পোপ ও জ্যাক ক্রলি কিছুটা হলেও চাপে রয়েছেন। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে এই দুজনই টপ অর্ডারে সেঞ্চুরি করেছিলেন।

ইংল্যান্ড স্কোয়াড : বেন স্টোকস (অধিনায়ক), জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জোস টাং, ক্রিস ওকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০