ভিনিসিয়াসের রিয়ালের ফর্ম ব্রাজিলে দেখতে চান আনচেলত্তি

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৭:৪৯ আপডেট: : ০৫ জুন ২০২৫, ২১:০৫

ঢাকা, ৫ জুন ২০২৫ (বাসস) : রিয়াল মাদ্রিদে ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র পুরো মৌসুম জুড়েই নিজেকে দারুনভাবে প্রমান করেছেন। ভিনিকে সেই ফর্ম ধরে রাখতে সহায়তা করার জন্য ব্রাজিলের প্রতি আহবান জানিয়েছেন দেশটির জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। 

ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে সাথে নিয়ে আনচেলত্তি স্প্যানিশ জায়ান্টদের বেশ কিছু শিরোপা উপহার দিয়েছেন। যার মধ্যে অন্যতম দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা।

আনচেলত্তি মনে করেন ভিনিসিয়াসের প্রতিপক্ষের প্রতিরক্ষাকে অস্থির করার অনন্য ক্ষমতা তাকে একজন গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করেছে।

এ সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘আমি জানি না জাতীয় দলে সে সেরা ফর্মে আছে কিনা। কিন্তু রিয়াল মাদ্রিদে ভিনি যা করেছে সেটা এখানেও প্রমানের সময় এসেছে। আমাদের জন্য সে দলের অপরিহার্য্য খেলোয়াড়। আমাদের অবশ্যই তার কাছ থেকে সেরাটা বের করে আনার নিশ্চয়তা দিতে হবে।’

২০২২ কাতারে ভিনিসিয়াসের বিশ্বকাপ অভিষেক হয়। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তিনি নিয়মিত একজন খেলোয়াড় হিসেবেই দলে আছেন। যদিও রিয়াল মাদ্রিদে তার স্বভাবজাত পারফরমেন্স থেকে জাতীয় দলে এখনো নিজেকে সেভাবে প্রমান করতে পারেননি। 

কৌশলগত পদ্ধতি সম্পর্কে আনচেলত্তি বলেছেন তিনি একটি সংক্ষিপ্ত, ভারসাম্যপূর্ণ দল গঠনের লক্ষ্য রাখেন। এ সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘আমি স্পষ্ট পরিচয়সম্পন্ন কোন দল চাইনা। আমাদের নিজেদের প্রতিপক্ষকে প্রতিরোধও করতে হবে। সেখানে ফর্মেশন ৪-৩-৩ কিংবা ৪-৪-২ যাই হোক না কেন। আমাদের সকলের একসাথে সেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। একইসাথে বল নিয়ে সুযোগের সদ্ব্যবহারও করতে হবে। ব্যক্তিগত দক্ষতা আজকের দিনে যথেষ্ঠ নয়। সবাইকে একসাথে একটি দল হিসেবে জ্বলে উঠতে হবে।’

কোচ হিসেবে প্রথম ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন আনচেলত্তি। এই ম্যাচের আগে মূল একাদশ প্রকাশ করেননি আনচেলত্তি। তবে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি ১৮ বছর বয়সী এস্তেভাওর প্রশংসা করেছেন। সম্প্রতি পালমেইরাস ছেড়ে চেলসিতে যোগ দেয়া এই উইঙ্গার সম্পর্কে আনচেলত্তি বলেছেন জাতীয় দলে তার ভবিষ্যত বেশ উজ্জ্বল, ‘তার মধ্যে বিশেষ একটি প্রতিভা আছে। ব্যক্তি হিসেবেও সে দুর্দান্ত। শান্ত স্বভাবের। কিন্তু এই ধরনের তরুণদের ব্যপারে আমাদের আরো বেশী ধৈর্য্যশীল ও সতর্ক হতে হবে। ভবিষ্যতে জাতীয় দলের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।’

এই মুহূর্তে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের টেবিলে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে ইকুয়েডর ইতোমধ্যেই বিশ্বকাপের টিকেট পাওয়া আর্জেন্টিনার পরে টেবিলের দ্বিতীয় স্থান দখল করে আছে। 

আগামী সপ্তাহে পরবর্তী ম্যাচে সাও পাওলোতে প্যারাগুয়েকে আতিথ্য দিবে ব্রাজিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০