আল হিলালের কোচ হিসেবে নিয়োগ পেলেন ইনজাগি

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৮:১৩

ঢাকা, ৫ জুন ২০২৫ (বাসস) : সৌদি পেশাদার ক্লাব আল হিলালের নতুন কোচ হিসেবে সাবেক ইন্টার বস সিমোনে ইনজাগির নাম ঘোষনা করা হয়েছে। নতুন কলেবরের ক্লাব বিশ্বকাপে খেলতে যাবার একদিন আগে ইনজাগির নিয়োগের বিষয়টি নিশ্চিত করলো আল হিলাল।

ইতালিয়ান ইনজাগির অধীনে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার পিএসজির কাছে ৫-০ গোলের বড় পরাজয় বরণ করেছে। এর আগে ৫০ মিলিয়ন ইউরোতে আল হিলালে যোগদানের খবর উড়িয়ে দিয়েছিলেন ইনজাগি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাঠানো এক ভিডিও বার্তায় এ সম্পর্কে ইনজাগি বলেছেন, ‘আমি সিমোনে ইনজাগি এবং আজ থেকে আল হিলালের সাথে আমার গল্প শুরু হলো।’

এদিকে আল হিলাল পোস্ট করেছে, ‘ইতালিয়ান জিনিয়াস এখন এখানে। স্বাগতম, সিমোনে ইনজাগি।

৪৯ বছর বয়সী ইনজাগি আল হিলালে রুবেন নেভেস, আলেক্সান্দার মিট্রোভিচদের মত তারকাদের সাথে যোগ দিচ্ছেন। ইনজুরির কারনে জানুয়ারিতে নেইমার আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছিলেন। 

২০২৩ সালে সৌদি ভিত্তিক এই দলটিতে যোগ দেবার পর নেইমার মাত্র সাতটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর ইনজুরি তাকে আর মাঠে নামতে দেয়নি। 

গত সপ্তাহে আল হিলালের সাথে আলোচনার ভিত্তিতে জানা গেছে ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে তারা প্রতিদ্বন্দ্বী আল নাসর থেকে দলে ভেড়াতে চাচ্ছে। 

ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস এ সপ্তাহে আল হিলালের ১৩৫ মিলিয়ন ডলারের প্রস্তাব নাকচ করে দিয়ে জানিয়েছেন ক্যারিয়ারের শেষ সময়টা তিনি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে চান। 

পিএসজির কাছে ফাইনালে বড় পরাজয়ের পর ইনজাগির ইন্টার থেকে বিদায় অনেকটাই অনুমেয় ছিল। ২০২১ সালে যোগ দেবার পর থেকে সাবেক এই ফরোয়ার্ডের অধীনে ইন্টার একটি সিরি-এ লিগ ও দুটি ইতালিয়ান কাপ শিরোপা জয় করেছে। গত তিন মৌসুমে দুইবার ইন্টার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেললেও একবারও জিততে পারেনি।

২০১০ সালে ট্রেবল জয়ী দলটি এবার কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করেছে। 

আগামী ১৫ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ৩২ দলের অংশগ্রহণের বর্ধিত কলেবরে আয়োজিত ক্লাব বিশ্বকাপে ইন্টার, পিএসজি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মত বড় দল অংশ নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
১০